Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১, ২০২৩

আজ থেকে পুরো মাসজুড়ে দু’দফায় শুরু হচ্ছে দুয়ারে সরকার, পাওয়া যাবে বেশ কিছু নতুন পরিষেবা

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ থেকে পুরো মাসজুড়ে  দু’দফায় শুরু হচ্ছে দুয়ারে সরকার, পাওয়া যাবে বেশ কিছু নতুন পরিষেবা

আজ থেকে দু’দফায় পুরো মাস ব্যাপী বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। এই নিয়ে সপ্তমবার দুয়ারে সরকার হতে চলেছে। সারা মাসজুড়ে সমগ্র রাজ্যে এই কারণে প্রায় ২ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের। শুক্রবার, ১ সেপ্টেম্বর,২০২৩ থেকে শুরু হল দুয়ারে সরকারের আরও একটি শিবির। লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। ১ থেকে ১৬ সেপ্টেম্বর ও ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, মোট দু’টি পর্যায়ে চলবে এই দুয়ারে সরকার শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই দুয়ারে সরকার শিবিরের কথা নিজেই বলেছিলেন।

সপ্তম দুয়ারে সরকার শিবির প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, এবার চারটি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে। রাজ্যজুড়ে ২ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব, যার মধ্যে ৩৬ শতাংশ ভ্রাম্যমান শিবির। এতদিন জয় জওহর প্রকল্পে এবং তপশিলি বন্ধু  প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির ৫৯ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাই আবেদন করতে পারতেন। বার্ধক্যভাতার আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনও প্রবীণ মানুষ। আর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা ৬০ বছর হয়ে গেলে বার্ধক্যভাতা পাচ্ছিলেন। এবার রাজ্যের যেকোনও প্রবীণই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পেয়ে যাবেন তাঁরা।

পরিযায়ী শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবার দুয়ারে সরকার শিবিরে,। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এই শিবির থেকেই করা যাবে। পাশাপাশি তাঁতি ও হস্তশিল্পীরাও নানা ধরণের সরকারি সুযোগ পাওয়ার জন্য  এই শিবিরে আবেদন করতে পারবেন।

এছাড়াও অন্যান্যবারের দুয়ারে সরকার শিবিরের প্রাপ্ত সুবিধাগুলি যেমন  কন্যাশ্রী , যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, ওবিসি-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই সমস্ত প্রকল্পের পরিষেবাও এবার এই শিবির থেকে পাওয়া যাবে।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!