Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ২৩, ২০২৩

বেতন বঞ্চনার নিরসন, শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজপথে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠন

আরম্ভ ওয়েব ডেস্ক
বেতন বঞ্চনার নিরসন, শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজপথে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠন

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস বা এ এস এফ্ এইচ এম-এর পক্ষ থেকে আজ ২৩শে আগস্ট, ২০২৩ তারিখ শিক্ষাগত ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই উদ্দেশ্যে রাজ্যের সমস্ত জেলা থেকে কয়েক হাজার বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক – শিক্ষিকাদের এক সমাবেশ আয়োজিত হয় সল্টলেক করুণাময়ী বাস টারমিনাস এর কাছে। উক্ত সমাবেশ থেকে প্রতিনিধিরা রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি’র নেতৃত্বে কমিশনার অফ স্কুল এডুকেশন মহোদয়কে বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন। সকল বিদ্যালয় ও মাদ্রাসা গুলিতে অবিলম্বে সকল প্রকার শুন্যপদে নিয়োগ, প্রধান শিক্ষক- শিক্ষিকাদের সকল প্রকার শিক্ষা বহির্ভূত কাজ থেকে অব্যাহতি প্রদান, প্রধান শিক্ষকদের পদ মর্যাদার সঙ্গে সাযুজ্যপূর্ণ বেতন কাঠামো লাগু করা, অনলাইন পোর্টাল ব্যবস্থার উন্নতি করা, বিদ্যাল্যগুলিকে অতিরিক্ত আর্থিক সাহায্য দান, প্রতিহিংসামূলক প্রশাসনিক বদলী নীতির বিলোপ ঘটানো সহ শিক্ষা আইন সংস্কার নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধি দল মাদ্রাসা পর্ষদে গিয়ে স্মারকলিপি জমা দেন। মাদ্রাসা ব্যবস্থার আইনি সংস্কার, নব নিযুক্ত প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বহাল রাখা, মাদ্রাসা পরিচালন সমিতির পুনর্গঠন সহ বিভিন্ন দাবি নিয়ে মাদ্রাসা পর্ষদে স্মারকলিপি জমা দেওয়া হয়।

এরপর প্রতিনিধি দল মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। পর্ষদের সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়, সচিব অধ্যাপক সুব্রত ঘোষের উপস্থিতিতে প্রতিনিধিদল তাঁদের দাবি পেশ করেন। সর্বভারতীয় প্রতিযোগিতার নিরীখে আধুনিক সিলেবাস প্রণয়ন, মূল্যায়ন পদ্ধতির সংস্কার, বিভিন্ন খাতে অতিরিক্ত ফিস বৃদ্ধির পুনর্বিবেচনা,বিদ্যালয় পরিচালন সমিতির পুনর্গঠন, প্রধান শিক্ষক- শিক্ষিকাদের নেতৃত্বে পরিচালন সমিতি তথা বিদ্যালয়গুলির হাতে উপযুক্ত প্রশাসনিক ক্ষমতা প্রদান সহ একাধিক দাবি রাখা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, নব নিযুক্ত সচিব শ্রীমতী প্রিয়দর্শিনী মল্লিকের উপস্থিতিতে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। সকল দপ্তরের আধিকারিক বৃন্দ দাবিগুলির যৌক্তিকতা স্বিকার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দান করেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি হরিদাস ঘটক, আলতাপ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!