- এই মুহূর্তে দে । শ
- মে ৯, ২০২৩
নবান্ন -রাজভবন তরজায় শেক্সপীয়ার।হ্যামলেটের পাল্টা ম্যাকবেথ
রাজ্ভবন-নবান্ন সংঘাতে এখন যেন শেক্সপীয়রীয় নাটকের আবহ। গতকাল রাজ্যপালের হ্যামলেট মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া মঙ্গলবার শিক্ষামন্ত্রীর বক্তব্যে উঠে এল ম্যাকবেথ ও জুলিয়াস সীজারের প্রসঙ্গ। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে সরাসরি রাজ্যপালকে সরাসরি স্কটিশ ও রোমান শাসকের সঙ্গে তুলনা করলেন তিনি। সেই সঙ্গে স্মরণ করালেন রবি ঠাকুর ও সুধীন্দ্রনাথ দত্তের গানের অংশ বিশেষ।
রবিতিথিতেও বজায় থাকল রাজ্যপালের হ্যামলেট বক্তব্যের রেশ । মঙ্গলবার, স্বরাষ্ট্রমন্ত্রী রবিস্মরণে জোড়াসাঁকোয় এসেছিলেন, দিয়েছেন শ্রদ্ধার্ঘ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। পরে, রাজভবন-নবান্ন সংঘাত নিয়ে মন্তব্য করেন টুইংকল টুইংকলের স্রষ্টা। আনন্দ বোসের হ্যামলেট বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তিনি বলেন, উচ্চশিক্ষা দফতরকে কিছু না জানিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে কবজা করতে চাইছেন তিনি যা হামলেটের মতো মনে হচ্ছে না। বরং ম্যাকবেথের সঙ্গে তুলনা পাওয়া যাচ্ছে। তীব্র উচ্চাশা কাজ করছে তার মধ্যে। শুধুমাত্র তাই নয়, বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা প্রসঙ্গে তাঁকে বিদ্ধ করেছেন। তিনি বলেছেন, ওনার চারপাশে রয়েছে বিজেপির মার্কাস ব্রুটাসরা। এখন ওনার অবস্থান অনেকটাই জুলিয়াস সীজারের মত। এ প্রসঙ্গে তিনি স্মরণ করেছেন রাজ্যপালের সঙ্গে নবান্নের সমন্বয় রেখে কাজ করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অসম্ভব হয়ে উঠছে। এ প্রসঙ্গে উল্লেখ করলেন , রবীন্দ্রনাথের কালজয়ী গান ‘পুরনো সে দিনের কথা’- প্রসঙ্গ। গতকাল সিভি আনন্দ বোসের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর আজকের মন্তব্যে নবান্ন-রাজভবনের দূরত্ব আরো কয়েক যোজন বাড়ল।
❤ Support Us