- এই মুহূর্তে
- আগস্ট ২৭, ২০২২
আবার ফিরছে অশনি! সপ্তাহান্তে রাজ্য জুড়ে ভারী বৃষ্টীপাতের পূর্বাভাস!
আবহাওয়া দফতরের সুত্রে জানাগেছে, শনিবার থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি। সোমাবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চিত্র সংগৃহীত
আবহাওয়া দফতরের সুত্রে জানাগেছে, শনিবার থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি। সোমাবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গেবৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা হয়ে আছে আকাশ, বাতসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আজ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বজ্রবিদুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভবনা থাকবে কলকাতায়।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ ভারী বৃষ্টি পাতের সম্ভবনা থাকবে উত্তরবঙ্গ, সিকিম, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তীশগড় ও কর্ণাটকে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
❤ Support Us