- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১, ২০২৪
ফের কর্মবিরতি শুরু রাজ্যের জুনিয়র চিকিৎসকদের

সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের পর নিরাপত্তার খামতি আবার সামনে এসে পড়েছে। এই অবস্থায় আবার পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা।
সোমবার আর জি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। শুনানির পর দেশের শীর্ষ আদালত জুনিয়র চিকিৎসকদের পূর্ণ সময় কাজে ফেরার নির্দেশ দেয়। এরপরই জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক বসে। দীর্ঘ ৮ ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠকের শেষে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা হাসপাতালের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং হাসপাতালে হুমকি সংস্কৃতি ও রাজনীতির অবসান সম্পর্কিত ১০ দফা দাবি রেখেছে।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ থেকে আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে ফিরে যেতে বাধ্য হয়েছি। আমরা নিরাপত্তা, রোগীর পরিষেবা এবং ভয়ের রাজনীতির বিষয়ে সরকার স্পষ্ট পদক্ষেপ না নিলে আমাদের সম্পূর্ণ ধর্মঘট চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।’
জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বের প্রথম সারিতে থাকা অনিকেত মাহাতো বলেন, ‘আমাদের নিরাপত্তার দাবি পূরণের ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক পন্থা দেখতে পাচ্ছি না। আজ বিক্ষোভের ৫২তম দিন। আমাদের এখনও আক্রমণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে অন্যান্য প্রতিশ্রুতি রক্ষা করার কোনও চেষ্টা করা হচ্ছে না। এই পরিস্থিতিতে আজ থেকে সম্পূর্ণ কাজ বন্ধ করা ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই। যদি না আমরা এই দাবিগুলির বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্ট পদক্ষেপ না দেখি, এই সম্পূর্ণ কর্মবিরতি চলতে থাকবে।’
৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতি আন্দোলন করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। টানা ৪২ দিন বিক্ষোভের পর ২১ সেপ্টেম্বর আংশিকভাবে কাজে ফেরেন।
❤ Support Us