- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৬, ২০২৩
মন্তব্যে নারাজ ব্রিজভূষণ, কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সাময়িক প্রত্যাহার করে নিয়েছেন কুস্তিগিররা। এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ ট্রায়ালের জন্য অনুশীলনে ফিরে গেছেন তাঁরা। কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলন থেকে সরে যাওয়ার প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং। এদিকে, ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ব্রিজভূষণ শরণ সিং এই প্রসঙ্গে বলেছেন, ‘এটা এখন আদালতের বিচারাধীন বিষয়। এই প্রসঙ্গে আমি কোনও মন্তব্য করতে চাই না। অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত তার বিচার করবে।’ প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে রবিবার সাক্ষী মালিক টুইট করেছেন, ‘বিচার না হওয়া পর্যন্ত লড়াই এখন আদালতে চলবে। আমরা রাস্তা থেকে প্রতিবাদ আন্দোলন সরিয়ে নিয়েছি।’
কুস্তিগিরদের পক্ষ থেকে এক বিবৃতি টুইট করা হয়েছে। সেই টুইটে লেখা হয়েছে, ‘৭ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা অনুসারে সরকার আমাদের দাবিগুলি মেনে নিয়েছে। ৬ জন মহিলা কুস্তিগিরের দায়ের করা এফ আই আরের ভিত্তিতে ১৫ জুন দিল্লি পুলিশ আদালতের চার্জশিট জমা দিয়েছে। এখন আদালতে লড়াই চলবে।’ কুস্তিগিরদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করব।’
এদিকে, ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে আবার জটিলতা তৈরি হয়েছে। ১১ জুলাই নির্বাচন হওয়ার কথা। কিন্তু গুয়াহাটি হাইকোর্ট এই নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পাঁচটি রাজ্য কুস্তি সংস্থার জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই। এর পরিপ্রেক্ষিতে গুয়াহাটি হাইকোর্টে দ্বারস্থ হয় আসাম কুস্তি সংস্থা। তাদের আবেদনের ভিত্তিতে গুয়াহাটি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে।
❤ Support Us