Advertisement
  • দে । শ
  • আগস্ট ১, ২০২৪

অতিমারীর আকার নেবে ডেঙ্গু, উদ্বেগবার্তা হু এর

আরম্ভ ওয়েব ডেস্ক
অতিমারীর আকার নেবে ডেঙ্গু, উদ্বেগবার্তা হু এর

উষ্ণায়নের সঙ্গে সঙ্গেই বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গি সংক্রণণের হার বাড়বে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার । বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্ব জুড়ে এডিস মশার জন্মহার বেড়েছে । ওই মাশাবাহিত রোগ ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার সংক্রমণও দ্রুত গতিতে ছাড়াচ্ছে ।

সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে , ২০২৪ সালে বিশ্বের প্রায় ৮০টি দেশে ১কোটি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । প্রাণ হারিয়েছেন ৫ হাজার জন । বিশেষত দক্ষিণ-পূ্র্ব এশিয়ায় ডেঙ্গিতে মৃত্যুর হার সবথেকে বেশি ।

নেচার মাইক্রোবায়োলজির সাম্প্রতিক গবেষণা পত্রের তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে ডেঙ্গির সংক্রমণ দ্রুত ছড়াবে বিশ্বের অধিকাংশ দেশে । এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা । এদদিকে যেমন তাপামাত্র বৃদ্ধি পাচ্ছে, তেমনি কমছে বৃষ্টিপাতের পরিমাণ, যা এডিস মশার জন্মহার বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ । অন্যদিকে জলবায়ুর এই পরিবর্তনে বিশ্ব জুড়েই জলস্তর বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে বন্যা প্রবনতা । এটাও মশাবাহিত সংক্রামক রোগের ক্ষেত্রে আদর্শ পরিবেশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!