- দে । শ
- আগস্ট ১, ২০২৪
অতিমারীর আকার নেবে ডেঙ্গু, উদ্বেগবার্তা হু এর

উষ্ণায়নের সঙ্গে সঙ্গেই বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গি সংক্রণণের হার বাড়বে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার । বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্ব জুড়ে এডিস মশার জন্মহার বেড়েছে । ওই মাশাবাহিত রোগ ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার সংক্রমণও দ্রুত গতিতে ছাড়াচ্ছে ।
সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে , ২০২৪ সালে বিশ্বের প্রায় ৮০টি দেশে ১কোটি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । প্রাণ হারিয়েছেন ৫ হাজার জন । বিশেষত দক্ষিণ-পূ্র্ব এশিয়ায় ডেঙ্গিতে মৃত্যুর হার সবথেকে বেশি ।
নেচার মাইক্রোবায়োলজির সাম্প্রতিক গবেষণা পত্রের তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে ডেঙ্গির সংক্রমণ দ্রুত ছড়াবে বিশ্বের অধিকাংশ দেশে । এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা । এদদিকে যেমন তাপামাত্র বৃদ্ধি পাচ্ছে, তেমনি কমছে বৃষ্টিপাতের পরিমাণ, যা এডিস মশার জন্মহার বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ । অন্যদিকে জলবায়ুর এই পরিবর্তনে বিশ্ব জুড়েই জলস্তর বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে বন্যা প্রবনতা । এটাও মশাবাহিত সংক্রামক রোগের ক্ষেত্রে আদর্শ পরিবেশ ।
❤ Support Us