Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৭, ২০২২

আর্থিক অনগ্রসরদের জন্য ১০ শতাংস সংরক্ষণের পক্ষে রায় শীর্ষ আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
আর্থিক অনগ্রসরদের জন্য ১০ শতাংস সংরক্ষণের পক্ষে রায় শীর্ষ আদালতের

আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেনীর জন্য সংরক্ষণের ব্যাপারে যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার ঐতিহাসিক রায়ে জানিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে আর্থিক অনগ্রসর শ্রেনীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের মধ্যে ৩ জন বিচারপতি আর্থিক অনগ্রসরদের সংরক্ষণ পক্ষে রায় দিয়েছেন।
২০১৯ সালে সংবিধানের ১০৩ তম সংশোধনীর মাধ্যমে সংসদে আর্থিক অনগ্রসর সংরক্ষণ সংক্রান্ত আইনের সংশোধন করা হয়েছিল। শীর্ষ আদালতে এই সংশোধনী আইনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। এই মামলার দীর্ঘ শুনানি হয়। গত সেপ্টেম্বর মাসে এই নিয়ে শেষবার শুনানি হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে এতদিন রায় স্থগিত রেখেছিল দেশের শীর্ষ আদালত। সোমবার মামলার রায় দিয়েছে ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট  রায়ে জানিয়েছে যে, সংবিধানকে লঙ্ঘন না করেই অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে সংশোধনীতে।
বিচারপতি দীনেশ মহেশ্বরী ছাড়াও বিচারপতি বেলা এম ত্রিবেদী, বিচারপতি জেপি পারদিওয়ালা। বিচারপতি জেপি পারদিওয়ালা বলেন, ‘‌১০ শতাংশ সংরক্ষণ সমস্যার চূড়ান্ত সমাধান নয়। বৈষম্য দূর করার জন্য এটা সঠিক পদ্ধতি নয়। তাছাড়া কতদিনের জন্য সংরক্ষণ প্রয়োজন, সেটাও বিবেচনা করা দরকার।’‌ বিচারপতি দীনেশ মহেশ্বরী বলেছেন, ‘‌এই সংরক্ষণ মূলনীতি ও চেতনার লঙ্ঘন করে না।’‌ বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেন যে তিনি বিচারপতি মহেশ্বরীর সঙ্গে একমত। তিনি বলেন, ‘‌আর্থিক অনগ্রসর শ্রেণীদের জন্য সংরক্ষণ বৈধ ও সাংবিধানিক।’‌ অন্যদিকে, এই ১০ শতাংশ সংরক্ষণকে বেআইনি ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি এস রবীন্দ্র। তাঁদের মতে, এই সংশোধনী আইন বৈষম্য তৈরি করবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!