Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩১, ২০২২

ন্যাশেনাল মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু। শৌচাগারের পাশে মিলল দেহ। ছড়িয়েছে উত্তেজনা

আরম্ভ ওয়েব ডেস্ক
ন্যাশেনাল মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু। শৌচাগারের পাশে মিলল দেহ। ছড়িয়েছে উত্তেজনা

ন্যাশেনাল মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু ঘিরে আলোড়ন । মৃত তরুণীর নাম আছিয়া বিবি । তিনি সন্দেশখালীর বাসিন্দা ছিলেন । গত ২৬ তারিখ হাসপাতালে ভর্তি করা হয় আছিয়াকে । হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিসাধীন এই মহিলা সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন । এরপর রবিবার দুপুর থেকে হঠাৎই তিনি নিখোঁজ । বেনিয়াপুকুর থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবার । সোমবার সকালে, হাত বাধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয় হাসপাতাল চত্বর থেকে । ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার ।

পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে হঠাৎ রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যান গৃহবধূ । হাসপাতালে ভিজিটিং আওয়ার্সে গিয়ে তাঁর দেখা মেলেনি । পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েও তারা কোনও সুরাহা পাননি । আজ সকালে যখন রোগীকে হাসপাতাল চত্বর থেকে উদ্ধার করা হয়, তখন তাঁর হাত বাঁধা ছিল । মাথা, কান, হাতের একাধিক জায়গায় মাংস খুবলে নেওয়ার চিহ্ন রয়েছে । প্রসূতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!