- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৩০, ২০২২
যুগান্তকারী ঘটনা, ইরানের স্থানীয় ফুটবলে মহিলা দর্শক!
স্টেডিয়ামে বসে মহিলাদের খেলা দেখার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কোনও আইন ইরানে নেই। ৪২ বছর পর মাঠে বসে স্থানীয় ফুটবল দেখার সুযোগ পেলেন মহিলারা।

চিত্র সংগৃহীত
ইরানের ফুটবল মাঠে ঘরোয়া খেলায় এতদিন মহিলা প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। দীর্ঘ ৪২ বছর পর আবার মাঠে বসে স্থানীয় ফুটবল দেখার সুযোগ পেলেন ইরানের মহিলারা। ইরানের ফুটবলে তৈরি হল এক যুগান্তকারী অধ্যায়।
স্টেডিয়ামে বসে মহিলাদের খেলা দেখার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কোনও লিখিত আইন ইরানে নেই। তবে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে মহিলাদের স্টেডিয়ামে বসে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঝে মাঝে মহিলাদের গ্যালারিতে বসে খেলার সুযোগ দেয় ইরান সরকার। তবে ঘরোয়া ম্যাচে একেবারেই অনুমতি দেওয়া হয় না। ২০১৯ সালে ফিফার চাপে ইরান–কম্বোডিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কয়েক হাজার মহিলা দর্শক প্রবেশ করানো হয়েছিল। পরে ফিফা তাদের সেই অবস্থান থেকে সরে আসে।
বৃহস্পতিবার তেহরানের আজাদি স্টেডিয়ামে ইরানের দুই স্থানীয় ফুটবল দল ইস্তেগলাল এফসি এবং সানাত মেস কেরম্যান এফসি মুখোমুখি হয়েছিল। ৫০০ মহিলা দর্শক মাঠে বসে ম্যাচটি দেখার সুযোগ পেয়েছিলেন। তবে মাঠে আসা মহিলা দর্শকরা দর্শকরা পুরুষ দর্শকদের সঙ্গে একই গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাননি। তাছাড়া মহিলা দর্শকদের বসার জন্য গ্যালারির এক কোণায় আলাদা ব্যবস্থা করা হয়েছিল।
❤ Support Us