Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৭, ২০২২

তিনদিনের সৌদি সফরে চিনের শি

পারস্পরিক সম্পর্কের নবায়ন আসন্ন, জমি হারাবে বাইডেনের আমেরিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
তিনদিনের সৌদি সফরে চিনের শি

বুধবার চিনের রাষ্ট্রপতি শি জিনপিং তিন দিনের সফরে সৌদি আরবে যাওয়ার কথা। কোভিড ১৯ পরবর্তী সময়ে চিনের সর্বাধিনায়কের এটাই প্রথম আরব সফর।
আল জাজিরায় খবর, সৌদির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন চিনের সর্বাধিনায়ক। ২০১৬ এর পর সৌদি ভূমিতে এটাই তাঁর দ্বিতীয় উপস্থিতি। গত কয়েক বছর ধরে সম্পর্কের দুরত্ব কাটিয়ে উঠতে চাইছে বিত্তবান দুই দেশ। যুবরাজ সুলেমান চিন সফর করেছেন।আরব মুলুকে ও পশ্চিমে এশিয়ার অন্যান্য দেশেও চিনের পণ্য ঢুকছে। চিনের প্রবেশে আমেরিকা ক্রমশ তার জমি হারাচ্ছে। মার্কিন সৌদির সম্পর্ক ভাল যাচ্ছে না। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া আর আর উপসাগরীয় অঞ্চলে চিনের উপস্থিতি বিলম্বিত হলেও আমেরিকাকে উদ্বিগ্ন করে তুলেছে। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রপতি যো বাইডেন সৌদি সফর করেছেন। সফরের পরেও সৌদি মনোভাব বদলায়নি। জিন পিং এর সফরে নতুন মোড় নেবে বেজিং-রিয়াধ সম্পর্ক। দুদেশের আমদানি-রপ্তানি বাড়বে। কমিউনিস্ট জুজুর ভয় কাটিয়ে উঠছে সৌদি সমাজ। আধুনিকতা আর শিল্পায়নের প্রবাহে তারা উজ্জীবিত। তাদের কাঙ্খিত প্রত্যাশা পূরণের নায়ক যুবরাজ সুলেমান। আধুনিক দেশ গড়তে তিনি অঙ্গীকার বদ্ধ।
আরেকটি কথা, চিন-সৌদি সম্পর্কের পুনর্বিন্যাসে সৌদি-ইরানের পারস্পরিক জটিলতা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। কোভিড-উত্তর পরিস্থিতি পূর্ব পশ্চিমের কূটনৈতিক মেরুকরণকে বদলে দিচ্ছে। জিনপিং এর সফরে এরকম প্রবণতাই উজ্জ্বলতর হয়ে উঠবে।


❤ Support Us
error: Content is protected !!