Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ২৫, ২০২২

দ্বিতীয়বারের জন্য ইউপির মসনদে বসতে চলেছেন যোগী। লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয়বারের জন্য ইউপির মসনদে বসতে চলেছেন যোগী। লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু ।

দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ । আজ বিকেল বিকেলে লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। তাঁর সঙ্গে সেখানে মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৪৭ বিজয়ী বিধায়কও। যোগীর প্রথম মুখ্যমন্ত্রী যিনি উত্তরপ্রদেশে মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় বার বসছেন।

এ দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির কুলপতি মুলায়ম সিংহ যাদব, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকেও আমন্ত্রণ জানিয়েছেন যোগী। বিজেপি-র প্রবীণতমা কার্যকর্তা ১৯৮ বছর বয়সি নারায়ণ ওরফে ভুলাই ভাই উপস্থিত থাকছেন অনুষ্ঠানে।
এ ছাড়াও যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ৬০ হাজারের বেশি বিজেপি কর্মী এবং সমর্থক উপস্থিত থাকার কথা। শপথগ্রহণ অনুষ্ঠানে পৌরহিত্য করবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। ডেপুটি বা উপ মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত জানা যায় নি।

এর আগে, ২০১৭ সালে যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর দুই উপমুখ্যমন্ত্রী রাখার প্রস্তাব জমা পড়ে। সেই মতো কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মাকে যোগীর ডেপুটি করা হয়। কিন্তু এবার এখনও পর্যন্ত কারও নাম জানা যায় নি।

এ ছাড়া নিজের মন্ত্রিসভায় এ বার একাধিক নতুন মুখকে সুযোগ দিতে পারেন আদিত্যনাথ একথাও শোনা যাচ্ছে। নতুনের তালিকায় আছেন— অরবিন্দ কুমার শর্মা, অসীম অরুণ, রাজেশ্বর সিংহ, রাজেশ ত্রিপাঠি, ব্রজেশ সিংহ রাওয়ত, দয়াশঙ্কর সিংহ, রাজেশ চৌধরি, দীননাথ ভাস্কর এবং প্রতিভা শুক্লার। যোগীর সরকারে এ বার মহিলাদের সংখ্যা বাড়বে বলেও মনে করা হচ্ছে ।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!