- ক | বি | তা রোব-e-বর্ণ
- ডিসেম্বর ১৯, ২০২১
গুচ্ছ কবিতা
প্রতীকী চিত্র
ভোটকেন্দ্রে
দেখতে পাইনি, কুহু কুহু ডাক শুনে
চোখ তুলে খুঁজেছি অনেক
ভোটকেন্দ্রে মানুষের লাইনে দাঁড়িয়ে
খুঁজেছি একটি পাখি কোথায় লুকিয়ে আছে,
কোন ডালে, কচি কচি পাতার আড়ালে।
চৈত্রের সবুজ কচি পাতা প্রাণপণে হাওয়ায় নড়ছে
যেন ছিন্ন হয়ে উড়ে যাবে অনন্তের নীলে
কুহু, কুহু ডাকে পাখি
চোখ তাকে খুঁজে ফেরে ডালে ডালে পাতার আড়ালে
লাইন তো এগোয় ধীরে, বন্দুক ধারীরা ঘোরে
প্রবেশ পথের কাছে বসে-থাকা মহিলাটি
স্যানিটাইজ করে হাত
করোনা কালের এই ভোটকেন্দ্রে
আমি শুধু কান পেতে শুনি কুহু রব
চোখ খুঁজে পাখি।
অমর পথিক
ঘুম থেকে উঠে দেখি
বইঘরে দা-ভিঞ্চি রোদ পোহাচ্ছেন
ডিস্টার্ব করিনা তাঁকে
সাড়ে পাঁচশত বছরের চেয়ে বেশি বয়স হয়েছে।
পর্দা সরানো আছে, কপাট সরানো আছে
গ্রিল খুলে দিতে পারলে আরেকটু বেশি রোদ
হয়তো আসত
বয়স হয়েছে, তাঁকে যত্নে রাখি।
রেখাঙ্কনে, ছবিতে, লেখায়
পাই যে শিল্পীকে তিনি
অবিস্মরণীয়
সভ্যতার রোদে উষ্ণ অমর পথিক।
ছেঁড়া জুতো
বাক্সের ভিতর থেকে
ছেঁড়া জুতো-জোড়া
বের করে এনে তুমি
প্রশ্ন করেছ—
কী কাজে লাগবে এইগুলি?
‘যদি ফেলে দিতে চাও, ফেলে দাও’
উত্তর পেয়েই দেখি খুশি ।
হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে
তেলরঙে আঁকা ছেঁড়া জুতো
আলমারি খুলে খুঁজি
ভ্যানগগ্ কোন্ খানে লুকিয়ে আছেন।
আমাদের কথা
তোমার আমার মাঝখানে
মাইল মাইল দীর্ঘ নীরবতা
পিচ্-ঢালা অন্ধকারে শুয়ে আছে রাস্তা যেমন। দু’পাশে রয়েছে বন,
গাছপালা, পাখিদের ডানা-মেলা সুখ
সব স্বাভাবিক, আকাশে আল্পনা আঁকে মেঘ
বাতাসে ফিসফাস, তবু জানি
কিছু কথা উচ্চারিত হলে মাধুর্য হারায়
মাইল মাইল দীর্ঘ নীরবতা
আমাদের কাছে আনে
আমাদের স্তব্ধ করে রাখে।
আমাদের কাছে আনে
আমাদের স্তব্ধ করে।
❤ Support Us