- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ১৫, ২০২৪
ইন্দোনেশিয়া ভূমিধসে ঘুমের মধ্যেই মৃত্যু ১৫ জনের

রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন ওরা। ঘুমের মধ্যেই যে চিরঘুমের দেশে যেতে হবে, তা ছিল কল্পনারও অতীত। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ঘুমের মধ্যেই ভূমিধসে মৃত্যু হয়েছে ১৫ জনের। ২ জন নিখোঁজ। বেশ কয়েকজন আহত। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তানা তরাজা ও পার্শ্ববর্তী এলাকায় সপ্তাহজুড়ে ভরী বৃষ্টিপাত হয়। শনিবার রাতে খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ধস নামে। ধসের ফলে বেশ কয়েকটা বাড়ি মাটির নীচে চাপা পড়ে। কাঠ ও কংক্রিট দিয়ে তৈরি বাড়িগুলো বিধ্বস্ত হয়ে যায়। স্থানীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়ে। ১৭ জনকে ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১৫ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরও দুই বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
খারাপ আবহাওয়া ও বৃষ্টির জন্য রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধারকাজ চালাতে সমস্যা হচ্ছে। দুর্যোগ আক্রান্ত ওই এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের পৌঁছতে বেগ পেতে হয়েছে। আক্রান্তদের উদ্ধারে প্রয়োজনীয় যানবাহন পাঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তার মাঝেই ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। সাউথ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসার থেকে পাহাড়ি অঞ্চল তানা তরাজার দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অতি বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত।’ জানুয়ারি থেকে ইন্দোনেশিয়ায় বর্ষা শুরু হয়েছে। এর মধ্যে গত মাসে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
❤ Support Us