- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৩
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, কেঁপে উঠল সুমাত্রা

সোমবার সকাল ৬ টা ৩০ মিনিটে উপকূলবর্তী অঞ্চলে পার্শ্ববর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। তবে জীবন ও সম্পত্তিহানির কোনো খবর আপাতত নেই। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে যে, ভূমিকম্পের উপকেন্দ্রটি হল আকেই প্রদেশের সিংকিল নগর থেকে ৪৮ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৪৮ কিম গভীরে।
ইন্দোনেশিয়া ভূকম্প প্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় বলয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার বাসিন্দারা প্রায়ই এই ধরণের ভূমিকম্পের শিকার হন। গত বছরের ২১ নভেম্বর ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। পশ্চিম জাভা প্রদেশে। মৃত্যু হয়েছিল ৬০২ জনের।
❤ Support Us