Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৪, ২০২৫

প্রধানমন্ত্রীর সফরের পরেরদিনই কাশ্মীরে ল্যান্ড মাইন বিষ্ফোরণ। আহত ৬ সেনা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীর সফরের পরেরদিনই কাশ্মীরে ল্যান্ড মাইন বিষ্ফোরণ। আহত ৬  সেনা

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এলওসির কাছে নিজেদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণেই ৬ সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০.৪৫ মিনিটে নওশেরা সেক্টরের খাম্বা ফোর্টের কাছে ল্যান্ডমাইনের উপর একজন সৈন্য ভুলক্রমে পা দেওয়াতে এই ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, “মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি অগ্রগামী গ্রামে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে কমপক্ষে ৬ সেনা সদস্য আহত হয়েছেন।” তাঁরা জানান, আহতদের তাৎক্ষনাৎ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ আটাকতে নিয়ন্ত্রণ রেখার কাছে অঞ্চলগুলি সেনাবাহিনী ল্যান্ডমাইন বিছিয়ে রাখে । কখনও কখনও বৃষ্টিতে ভেসে যায় যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে, কর্মকর্তারা বলেছেন।

২০২২ সালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় অন্তত ৫ থেকে ৬টি ল্যান্ড মাইন বিস্ফোরণে কেঁপে উঠেছিল। সীমান্তরেখা বরাবর ভারতীয় অংশের মেনধর জেলায় দাবানল লেগেছিল। তিনদিন ধরে বনকর্মী এবং ভারতীয় সেনার জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই দাবানলের আগুন নিয়ন্ত্রণের কাজ করেছিলেন। তার মধ্যেই ওই ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় সীমান্তবর্তী গ্রামগুলিতেও। যদিও কেউ হতাহত হয়নি ওই ঘটায়।

গতকাল সোনমার্গের ট্যানেল উদ্বোধন করতে কাশ্মীরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। কাশ্মীরের মানুষের কাছে শান্তি ও উন্নয়নের পথে হাঁটবার জন্য আবেদন করছে। আজ জন্মু কাশ্মীরের আখনোরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় স্থল সেনার অনুষ্ঠানে গিয়েছিলেন। পাকিস্তানকে সতর্ক করেছিলেন, যাতে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবির না চালানো হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!