- দে । শ
- অক্টোবর ১২, ২০২২
নৈহাটি স্টেশনে ৬২ লাখ সহ গ্রেফতার যুবক। টাকার উৎস কী জানার চেষ্টা করছে পুলিস
উত্তরপূর্বের সীমান্তে রমরমা মাদক ব্যবসা।কোন পথে ঢুকছে গাঁজা, হেরোইন

নৈহাটি স্টেশন থেকে রেল পুলিস এক যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত করল ৬২ লাখ টাকা। যুবকের নাম অভিষেক সোনকার। জিআরপি তাকে আটক করে জেরা করছে। পুলিসকে সে জানিয়েছে, তার বাড়ি টিটাগড়ে। ওখান থেকে টাকা নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল যথাযথ উত্তর মেলেনি।
দুর্নীতি আর অর্থ পাচার দেশের নানা প্রান্তে গুরুতর সমস্যা হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মাদক ব্যবসা। অসম মিজোরাম সীমান্তে, পাক ভারত সীমান্তে প্রায়ই কোটি কোটি টাকার মাদক সহ ধরা পড়ছে দুষ্কৃতীরা।মাদক ঢুকছে মায়ানমার থেকে। অসম হয়ে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে। কাশ্মীরের মতো স্পর্শকাতর রাজ্যে মাদক প্রবেশের খবর দেখা যায় না। পাঞ্জাবও একইভাবে ব্যতিক্রম। তাহলে কি সীমান্তের নজরদারি ব্যবস্থায় কোথাও কড়াকড়ি, কোথাও শিথিলতা রয়েছে। বরাক উপত্যকার মিজোরাম অসম সীমান্ত লাগোয়া এলাকায় প্রায়ই হেরোইন সহ চোরা কারবারিরা ও তাদের সহযোগীরা ধরা পড়ছে। সম্প্রতি, করিমগঞ্জে বিশাল অঙ্কের মাদক পুলিস অআটক করেছে। আসছিল ইম্ফল থেকে।মিয়ানামার-ভারতের সীমান্ত অতিক্রম করে এত মাদক এসব এলাকায় ঢোকে কী করে? প্রশ্ন ওঠা স্বাভাবিক, ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যে রকম বিভিন্ন সরকারি এজেন্সি জড়িয়ে পড়ে, মাদক পাচারের ক্ষেত্রেও কী তারা এই চোরা কারবারিদের প্রচ্ছন্ন ভাবে মদত জোগায়।নৈহাটি স্টেশনে নগদ ৬২ লাখ টাকাসহ ধরা পড়ল, সে মাদক পাচারের সঙ্গে জড়িত নয় তো? তার কাছ থেকে বাজেয়াপ্ত টাকার উৎস কী– জানার চেষ্টা করছে পুলিস।
❤ Support Us