Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ৩, ২০২৪

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

আরম্ভ ওয়েব ডেস্ক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

বুধবার তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭। যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি–ঘর। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে আটকে রয়েছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এশিয়া জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে ৩৪.‌৮ মিটার গভীরে। কর্মকর্তারা জানিয়েছেন, ভোরে শহরের চারপাশের পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া সাতজনের একটি দলের মধ্যে তিনজন ভূমিকম্পের ফলে ছিটকে যাওয়া পাথরের আঘাতে পিষ্ট হয়ে মারা যান। তাইপেইয়ের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের সিসমোলজি সেন্টারের পরিচালক উ চিয়েন–ফু বলেছেন, ‘‌ভূমিকম্পটির কেন্দ্র স্থলভাগের কাছাকাছি এবং এটি অগভীর। সমগ্র তাইওয়ান এবং উপকূলীয় দ্বীপগুলিতে কম্পন অনুভূত হয়েছে।’‌
এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। শতাধিক মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাইওয়ানে নয়, এশিয়ার উপকূলবর্তী এলাকায় সুনামির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে দিয়েছে।
১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল তাইওয়ান। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.‌৬। ভূমিকম্পের ফলে প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২৪০০ মানুষ মারা গিয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!