- এই মুহূর্তে বৈষয়িক
- অক্টোবর ১৮, ২০২৩
পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা ৪ শতাংশ মহার্ঘ ভাতা বেড়ে হল ৪৬ শতাংশ, পয়লা জুলাই থেকে মিলবে বকেয়া

পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন অনুমোদন করেছে বলা খবর। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক্স হ্যান্ডেলে এই বিষয়টি উল্লেখ করে বলেন, “৪ শতাংশ মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বৃদ্ধি করা হল। এর ফলে ৪২ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ হল। গত ১ জুলাই, ২০২৩ থেকে এই বাড়তি মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন।” এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এখন বেড়ে দাঁড়াল ৪৬ শতাংশ। পয়লা জুলাই থেকে এর ফলে যে মহার্ঘ ভাতা বকেয়া হয়েছে, সেটাও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন।
During this season of festivities, the Central Government has taken the cabinet decision to increase the DA (Dearness Allowance) of Government officials and the Dearness Relief to pensioners by 4% from July 1, 2023
– Union Minister @ianuragthakur #CabinetDecisions pic.twitter.com/eJUXRWCVMC
— PIB India (@PIB_India) October 18, 2023
গত এপ্রিল মাসেই সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বাড়ানো হয়েছিল। এক লাফে প্রায় চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সেবার।
প্রসঙ্গত কেন্দ্রের যখন মহার্ঘ ভাতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের একাংশ পথে নেমে আন্দোলন করছেন। চলছে লাগাতার অবস্থান, প্রতিবাদ-মিছিল। ইতিমধ্যেই সেই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। মামলা এখন বিচারাধীন শীর্ষআদালতে। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। পয়লা জুলাই থেকে মিলবে বকেয়া।
❤ Support Us