- দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৩
আমেরিকায় উপর্যুপরি বন্দুক হানা। তিন ঘটনায় ২ কিশোর সহ মৃত ৯, আহত একাধিক

আমেরিকায় আবার বন্দুক আক্রমণের শিকার সাধারণ মানুষ। তিনটি পৃথক জায়গায় ঘাতকদের দৌরাত্ম্যে মৃত ৯ জন, আহত অনেকে।
সংবাদ সংস্থার খবর, আমেরিকার নর্থ ক্যালিফোর্নিয়ায় হাফ মুন বে শহরে দুটি পৃথক বন্দুক হামলা ঘটে। এই হামলায় নিহত হয়েছেন ৭ জন। আহত বহু মানুষ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, জখম হওয়া ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
আর একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে। সোমবার হঠাৎ একদল বন্দুকধারী দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে বারংবার গুলি চালাতে থাকে। তাদের গুলিতে জখম হয় দুই ছাত্র ও এক শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে দুই ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষকের অবস্থা অত্যন্ত উদ্বেগ জনক । তাঁকে বাঁচাবার সবরকম চেষ্টা চলছে বলে খবর।
ক্যালিফোর্নিয়া অপরাধপ্রবণ এলাকা। বিগত কয়েক বছরে সেখানে বারং বার ঘটেছে বন্দুকবাজদের হামলা। দুদিন আগেই চিনা নববর্ষ বরণের উদযাপনের সময় এক আততায়ীর গুলিবর্ষণে মারা গেছেন ১১ জন। বহু জাতি, বহু সম্প্রদায়ের বাস ক্যালিফোর্নিয়ায়। বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সম্প্রীতির অভাবেই কি ক্রমান্বয়ে বন্দুক হামলা? প্রশ্ন রাজনৈতিক মহলে।
❤ Support Us