- দে । শ
- জানুয়ারি ২২, ২০২৩
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র মাঝেই জম্মুতে শক্তিশালী জোড়া বিস্ফোরণ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র মাঝেই জম্মুতে শক্তিশালী জোড়া বিস্ফোরণ। আর এই জোড়া বিস্ফোরণে আহত ৭ জন। ৩০ মিনিটের ব্যবধানে জম্মুর নারওয়াল এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে। ফরেনসিক দল এবং বম্ব স্কোয়াডের সদস্যরা বিস্ফোরণ স্থলে গিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিস্ফোরণ আইইডি থেকে ঘটেছে। বিস্ফোরণের পরে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (জম্মু) মুকেশ সিং নিশ্চিত করেছেন যে, জোড়া বিস্ফোরণে ৭ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশি অভিযানের অংশ হিসেবে যানবাহন তল্লাশি করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মাহিন্দা বোলেরো গাড়ি ব্যবহার করা হয়। এই বিস্ফোরণে আহতরা হলেন সুহেল ইকবাল(৩৫), সুীল কুমার (২৬), বিশ্বপ্রতাপ (২৫), বিনোদ কুমার (৫২), অমিত কুমার (৪০), রাজেশ কুমার (৩৫) এবং অরুণ কুমার।
রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে রয়েছেন। গান্ধীর যাত্রা বর্তমানে জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরে চাদওয়ালে রয়েছে। যে কারণে উদ্বেগ রাজনৈতিক মহলে। যদিও নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীরেরে ভারত জোড়ো যাত্রার একটা বড় অংশ বাসে করে সম্পন্ন হচ্ছে। শ্রীনগরে মেগা সমাবেশের মাধ্যমে ভারত জোড়ো যাত্রা শেষ হতে চলেছে। সেখানে কংগ্রেসের জাতীয় পর্যায়ের অনেক নেতাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত গত সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ের প্রায় ১২৫ দিনে ৩৪০০ কিমি পথ অতিক্রম করেছে এই যাত্রা।
❤ Support Us