- প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২, ২০২২
ইডির দপ্তর থেকে বেরিয়েই অভিষেকঃ জল্লাদের চাপের কাছে মাথা নোয়াবো না!
শুক্রবার ১১টা থেকে, সিজিও চত্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার জেরা শুরু করেন ইডির অধিকারিকরা।

চিত্র সংগৃহীত
টানা জেরার পর, স্বাভাবিক ভঙ্গিতে ইডির দপ্তরে থেকে বেরিয়ে এলেন অভিষেক। বললেন, জল্লাদের চাপের কাছে মাথা নোয়াব না!
শুক্রবার ১১টা থেকে, সিজিও চত্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার জেরা শুরু করেন ইডির অধিকারিকরা। অভিষেক তাঁদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। বিনয় আর দৃঢ়তার সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এর আগেও ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন তরুণ সংসদ। অভিষেককে বারবার তলব করার জন্য ক্ষুব্ধ তৃণমূল। প্রবীণ সংসদ সৌগত রায় বলেছেন, কেন্দ্রীয় সংস্থা বিজেপি-এর পুতুল মাত্র! সুপ্রিম কোর্টই সিবিআই-কে খাঁচাবন্দি তোতাপাখি বলে মন্তব্য করেছিল। তৃণমূলের প্রথম সারির নেতারা রাজ্যজুড়ে অভিষেককে তলব করার ঘটনায় কেন্দ্রীয় সংস্থা আর বিজেপি-র নিন্দায় সরব। বলেছেন, প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে।
❤ Support Us