শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
প্রয়াত হ্যারি পটার সিরিজে হ্যাগরিডের চরিত্রের স্কটিশ অভিনেতা রবি কলট্রেন । শুক্রবার রাতে রবির এজেন্ট বেলিন্ডা রাইট এক বিবৃতিতে রবির মৃত্যুর খবর জানান। শুক্রবার এই খবর পেয়েই শোকস্তব্ধ হ্যারি পটারপ্রেমীরা । বয়স হয়েছিল ৭২ বছর । ব্রিটিশ এবং মার্কিন চলচ্চিত্র, দুই ঘরণাতেই চুটিয়ে অভিনয় করেছেন এই শিল্পী । গোল্ডেনআই এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, জেমস বন্ডের দুই সিনেমায় অভিনয় করলেও বিশ্বচিত্ত জয় করেছেন হ্যাগরিডের চরিত্রাভিনয় দিয়ে ।২০০১ থেকে ২০১১ পর্যন্ত এই সিরিজে আটটি ছবিতে অভিনয় করেছেন ।
১৯৫০ সালের ৩০শে মার্চ গ্লাসগো জন্মেছিলেন অভিনেতা । বাবা ছিলেন ডাক্তার ও মা শিক্ষক । গ্লাসগো আর্ট স্কুল এবং এডিনবার্গের মোরে হাউস শিল্পকলা নিয়ে পড়াশোনা করেন ।আটের দশকের শেষে অভিনয়ে পা রাখেন রবি । টেলিভিশন দিয়ে শুরু হয় কেরিয়ার । ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘ক্যাক্রার’ তাঁকে সর্বপ্রথম পরিচিতি দেয় । এই সিরিজের তিনটি সিজনে অভিনয়ের জন্য একটানা তিনবার বাফটা পুরস্কার জিতেছিলেন রবি কলট্রেন।
প্রিয় সহ অভিনেতার মৃত্যুতে পর্দার হ্যারি অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফ বলেন, আমি যে সব মজার দেখা করেছি রবি ছিলেন তাঁদের মধ্যে একজন এবং সেটে বাচ্চাদের মতো আমাদের ক্রমাগত হাসাতেন । হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিং টুইটারে তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘আমি রবির মতো করে কাউকে আর কখনও জানতে পারব না। তিনি ছিলেন অবিশ্বাস্য প্রতিভা। সম্পূর্ণ, এক ও অনবদ্য। আমি তাঁর পরিবারকে, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালবাসা এবং গভীর সমবেদনা জানাই।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34