শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মার্কিন শেয়ার বাজার খুলতেই দেখা গেল, আদানি গোষ্ঠীর ধাক্কায় পতন ঘটছে ডাও জোন্স-এর সূচকে। আদানি এণ্টারপ্রাইজের শেয়ারের পতন অব্যাহত। শুক্রবার পড়ল ১০ শতাংশ। আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন এর কেনাবেচা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা আবার চালু হলেও পতন রোখা যায়নি। আদানিদের শেয়ার মূল্যের মোট পতন ৫ শতাংশেরও বেশি। বৃহস্পতিবার রাতে পতনের আওয়াজ বাজতে থাকে ডাও জোন্স-এর সূচকে।
সার্বিক পতন রুখতে মরিয়া আদানি গোষ্ঠী। তবু সংকট পেছন ছাড়ছে না। বিভিন্ন সংস্থায় তাদের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আদানিদের নাটকীয় উত্থানের পথ ধরেছে তাঁদের অর্থশক্তির পতনও। বিস্ময়কর, উদ্বেগজনক পরিস্থিতি। প্রশ্ন উঠছে, মৌন কেন কেন্দ্র? তাহলে কি শুরু হয়ে গেল আদানিদের সঙ্গে দূরত্ব তৈরির নিঃশব্দ প্রক্রিয়া?
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34