- এই মুহূর্তে বৈষয়িক
- ফেব্রুয়ারি ৩, ২০২৩
আমেরিকার শেয়ার বাজারে আচমকা কম্পন। ডাও জোন্স-এর সূচকে ধ্বংসের লক্ষণ ! আদানিদের সংকট অব্যাহত, বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে সকাতর উদ্বেগ

মার্কিন শেয়ার বাজার খুলতেই দেখা গেল, আদানি গোষ্ঠীর ধাক্কায় পতন ঘটছে ডাও জোন্স-এর সূচকে। আদানি এণ্টারপ্রাইজের শেয়ারের পতন অব্যাহত। শুক্রবার পড়ল ১০ শতাংশ। আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন এর কেনাবেচা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা আবার চালু হলেও পতন রোখা যায়নি। আদানিদের শেয়ার মূল্যের মোট পতন ৫ শতাংশেরও বেশি। বৃহস্পতিবার রাতে পতনের আওয়াজ বাজতে থাকে ডাও জোন্স-এর সূচকে।
সার্বিক পতন রুখতে মরিয়া আদানি গোষ্ঠী। তবু সংকট পেছন ছাড়ছে না। বিভিন্ন সংস্থায় তাদের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আদানিদের নাটকীয় উত্থানের পথ ধরেছে তাঁদের অর্থশক্তির পতনও। বিস্ময়কর, উদ্বেগজনক পরিস্থিতি। প্রশ্ন উঠছে, মৌন কেন কেন্দ্র? তাহলে কি শুরু হয়ে গেল আদানিদের সঙ্গে দূরত্ব তৈরির নিঃশব্দ প্রক্রিয়া?
❤ Support Us