- এই মুহূর্তে বি। দে । শ বৈষয়িক
- নভেম্বর ২১, ২০২৪
উৎকোচ ও প্রতারণার অভিযোগ। গৌতম আদানিকে গ্রেফতার করতে পরোয়ানা জারি মার্কিন আদালতে
ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। বিশ্বের অন্যতম সেরা ধনী এই ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগ উঠেছে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল আইনজীবীরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ নিয়ে এসেছেন। মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দফতর থেকে গৌতম আদানিদের বিরুদ্ধে অভিযোগের কথা জানানো হয়েছে।
নিউইয়র্কের ফেডারেল আইনজীবীদের অভিযোগ, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্তাদের ঘুষ দিয়েছিলেন। পরে তাঁরা বিনিয়োগকারীদের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে, ২০ বছরকে ২ বিলিয়ন ডলার লাভের আশায় গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে আদানিরা ভারতীয় সরকারি কর্তাদের প্রায় ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিল। গৌতম আদানি নাকি নিজেই সংশ্লিষ্ট সরকারি কর্তাদের সঙ্গে ঘুষের ব্যাপারে কথা বলেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে মিথ্যে ও ভুল তথ্য দিয়ে আদানি গ্রিন এনার্জি নাকি বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টা করেছিল। এমন অভিযোগও তোলা হয়েছে। বিনিয়োগের অর্থ সংগ্রহের জন্য আদানি গ্রুপের পক্ষ থেকে বন্ড ছাড়া হয়েছিল। বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা মিথ্যে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করতে চেয়েছিল।’
ঘুষ ও প্রতারণা কাণ্ডে গৌতম আদানি ছাড়াও ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন গৌতম আদানি, তাঁর ভাগ্নে সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির প্রাক্তন সিইও ভিনীত এস জৈন। প্রসিকিউটররা আরও বলেছেন যে, এরা বিনিয়োগকারীদের কাছে দুর্নীতি গোপন করে কোম্পানির জন্য ৩ বিলিয়ন ডলারের বেশি ঋণ এবং বন্ড সংগ্রহ করেছেন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।
❤ Support Us