Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৩, ২০২৩

আদানি গোষ্ঠীর ‘শেয়ার দুর্নীতি’। প্রতিবাদে সংসদ উত্তাল, যৌথ অধিবেশনে বিরোধী ঐক্যের অভূতপূর্ব ছবি। আপ সাংসদের দাবি, আদানির পাসপোর্ট বাজেয়াপ্ত করতে হবে

খাড়গের সঙ্গে দ্বিতীয় বৈঠকে গরহাজির তৃণমূল। ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
আদানি গোষ্ঠীর ‘শেয়ার দুর্নীতি’। প্রতিবাদে সংসদ উত্তাল, যৌথ অধিবেশনে বিরোধী ঐক্যের অভূতপূর্ব ছবি।  আপ সাংসদের দাবি, আদানির পাসপোর্ট বাজেয়াপ্ত করতে হবে

 

আদানি গোষ্ঠীর ‘শেয়ার দুর্নীতি’-র  তদন্তের দাবিতে ঐক্যবদ্ধ বিরোধী শিবির। শুক্রবার সংসদের যৌথ অধিবেশনের শুরুতেই  এ ব্যাপারে বিরোধী  সদস্যরা সর্বসম্মতভাবে আলোচনার প্রস্তাব জানান।  দুটো পর্যন্ত সংসদ মুলতুবি । মধ্যাহ্নভোজনের পর শুরু হবে তরজা।

বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে  আদানি গোষ্ঠীর  শেয়ার দুর্নীতি নিয়ে আলোচনার প্রস্তাব পেশ করেন বিরোধী সাংসদরা।   এলআইসি ও স্টেট ব্যাংকের টাকা কীভাবে আদানি শেয়ারের ব্যবসায় বিনিয়োগ  হয়েছে,  এই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি তোলেন । অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যুত্তরে জানান, অপ্রমাণিত বিষয় নিয়ে কোনো আলোচনা নয়। পরে,  ১৬ রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে  আলোচনা করেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে, আজ শুক্রবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন। অবশ্য তার আগে আবার  বৈঠকে বসবেন তাঁরা। তৃণমূল বৃহস্পতিবারের বৈঠকে যোগদান করলেও  আজকে  সকালের  বৈঠকে ছিল অনুপস্থিত।

বিশেষ এক  বিবৃতিতে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, আদানি গোষ্ঠীর শেয়ার কারচুপির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করতে হবে। আম আদমি পার্টির  সাংসদ সঞ্জয় সিং বলেছেন, গৌতম আদানির পাসপোর্ট বাজেয়াপ্ত করতে হবে, যাতে তিনি বিদেশে পালিয়ে না যেতে পারেন।

কংগ্রেস অবশ্য ইতিমধ্যে ৬ ফেব্রুয়ারী দেশ জুড়ে আদানিদের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভের  ডাক দিয়েছে। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন,  প্রত্যেক জেলায় এলআইসি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার শাখার সামনে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস কর্মীরা। রাষ্ট্রায়ত্ত সংস্থার টাকা কোনো কর্পোরেট গোষ্ঠী শেয়ারের ব্যবসায় বিনিয়োগ করলে মধ্যবিত্তের সঞ্চিত অর্থ বিরাট ঝুঁকির সম্মুখীন হয়। সাধারণ মানুষের স্বার্থেই সোমবার  পথে নামবেন তাঁরা।


  • Tags:

Read by: 54 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!