- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৭, ২০২৩
টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে পদ্মাপাড়ে ধাক্কা খেল পালতৌলা নৌকা
ঘরের মাঠে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দু–দুবার এগিয়ে গিয়েও জয় আসেনি। ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগানকে। ঢাকাতেও ছবিটা বদলায়নি। এবার প্রথমে এগিয়ে গিয়েও হার সবুজমেরুণ ব্রিগেডের। বসুন্ধরার কাছে ২–১ ব্যবধানে হেরে এএফসি কাপের নক আউটে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল মোহনবাগান। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর পদ্মাপাড়ে গিয়ে ধাক্কা খেল পালতৌলা নৌকা।
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকেই আক্রমণ প্রতি–আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। তবে বসুন্ধরা কিংসের প্রাধান্য বেশি ছিল। ঘরের মাঠে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিল বসুন্ধরা। ম্যাচের ৫ মিনিটের মাথায় রবসনের কাছ থেকে বল পেয়ে মোহনবাগান গোলমুখে দারুণ থ্রু বাড়িয়েছিলেন মিগুয়েল। মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে একা পেয়েও গোল করতে পারেননি ডোরিয়েলটন। খেলার গতির বিরুদ্ধে ১৭ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস। জেসন কামিন্সের গোলমুখী শট বসুন্ধরার গোলকিপার মেহেদী হাসান আংশিক প্রতিহত করেন। বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি বসুন্ধরার ডিফেন্ডাররা। সেই সুযোগটাই কাজে লাগিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো।
পিছিয়ে পড়ে অবশ্য হতোদ্যম হয়ে পড়েনি বসুন্ধরা কিংস। মোহনবাগানের সীমানায় একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। বেশ কয়েকটা সুযোগও তৈরি হয়। ২১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল বসুন্ধরার সামনে। দিদিয়েরের থ্রু থেকে বল পেয়ে সুবিধাজনক জায়গা থেকে বল পেয়ে বারের ওপর উড়িয়ে দেন ডোরিয়েলটন। ৩৫ মিনিটে রাকিবের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন রবসন। অবশেষে ৪৩ মিনিটে সমতা ফেরায় বসুন্ধরা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা। প্রথমার্ধে বসুন্ধরা কিংসই বেশি সুযোগ তৈরি করে। তা সত্ত্বেও ম্যাচের ফল থাকে ১–১।
সমতা ফিরিয়ে দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে মাঠে নামে বসুন্ধরা। আক্রমণের ধার আরও বাড়ায়। ৫১ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বসুন্ধরার সামনে। রবিনহোর শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর আরও বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল পায়নি বসুন্ধরা। অবশেষে ৮০ মিনিটে জয়ের কাঙ্খিত গোল পেয়ে যায়। নাসিমেন্টোর পাস থেকে রবিনহো গোল করে ৩ পয়েন্ট এনে দেন বসুন্ধরাকে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট মোহনবাগানের। অন্যদিকে, বসুন্ধরারও ৪ ম্যাচে ৭ পয়েন্ট।
❤ Support Us