- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১২, ২০২২
জি ৭ নেতাদের কাছে প্রতিরক্ষা সাহায্য চেয়েও প্রতিশ্রুতি পেলেন না জেলেনস্কি

ইউক্রেনের ওপর হামলা ক্রমশ বাড়িয়ে চলেছে রাশিয়া। সোমবারই ৭৫টি ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছিল। এর মধ্যে বেশ কিছু ক্ষেপনাস্ত্র ইউক্রেন ধ্বংস করতে সমর্থ হয়েছিল। রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা প্রতিরোধ করতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলির কাছে প্রতিরক্ষা সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
মঙ্গলবার জি ৭ দেশগুলির নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন জেলেনস্কি। সেই বৈঠকে তিনি পশ্চিমী দেশগুলির কাছে অত্যাধুনিক অস্ত্র সাহায্য চেয়েছেন, যা দিয়ে তিনি রাশিয়ার ক্ষেপনাস্ত্র ও বিমান হামলা প্রতিরোধ করতে পারবেন। এছাড়া, বেলারুশ সীমান্তে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোরও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও বৈঠকে জি ৭ নেতারা প্রতিরক্ষা সাহায্য কিংবা বেলারুশ সীমান্তে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেননি। তবে এক যৌথ বিবৃতিতে নেতারা রুশ ক্ষেপনাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছেন। তাঁরা বলেছেন, নির্বিচারে বেসামরিক মানুষকে টার্গেট করা যুদ্ধাপরাধের সামিল। জি ৭ নেতারা বেলারুশের কাছে আহ্বান জানিয়েছে, রাশিয়াকে সাহায্য না করার জন্য।
শুধু প্রতিরক্ষা সাহায্যই নয়, ইউক্রেনের প্রেসিডিন্ট জেলেনস্কি জি ৭ নেতাদের কাছে আবেদন জানিয়েছেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর সর্বোচ্চ সীমা আরোপের ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার। জেলেনস্কি বলেন, ‘তেল ও গ্যাসের দামের ওপর নিয়ন্ত্রণ বেঁধে দিলে জ্বালানি থেকে রাশিয়ার আয় কমে যাবে। তখন রাশিয়া শান্তি স্থাপনে রাজি হবে।’ জি ৭ নেতাদের বৈঠকের আগে ন্যাটোর সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার কাছে হারানো জমি পুনরুদ্ধারের জন্য ইউক্রেনকে আরও সাহায্য করা হবে।’ তবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটোর অস্ত্রভান্ডারে টান পড়েছে বলে তিনি জানিয়েছেন।
❤ Support Us