Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২২

অগ্নি ৫ এর শক্তি প্রদর্শনের ঝাঁজে, বেইজিং ইসলামাবাদকে সমঝে চলার বার্তা দিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
অগ্নি ৫ এর শক্তি প্রদর্শনের ঝাঁজে, বেইজিং ইসলামাবাদকে সমঝে চলার বার্তা দিল ভারত

অরুনাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়, ভারত চিন সীমান্ত সংঘর্ষের ঝাঁজ এখনো টাটকা । যুদ্ধের উত্তাপের আঁচ পড়েছে সংসদের শীতকালীন অধিবেশনেও। এবার সেই আবহেই নিজেদের শক্তি ঝালিয়ে বেইজিংকে কড়া বার্তা দিল নয়া দিল্লি । বৃহস্পতিবার সকালেই ওড়িশা থেকে উড়ল অগ্নি ৫ ।
দূরপাল্লার ভারতীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন, এই পাল্টা চাপ তৈরির রণকৌশল কতটা প্ৰভাব ফেলবে চিন ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে, সেই প্রশ্নই এখন গুঞ্জরিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে ।

বৃহস্পতিবার ভোর ৫ টা ৩০ মিনিটে ওড়িশার এপিজে দ্বীপ থেকে অগ্নি ৫ ক্ষেপনাস্ত্রর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় । ক্ষেপনাস্ত্রটিতে ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তির হালকা যন্ত্রপাতি । দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওজনে হালকা ক্ষেপণাস্ত্রটি ৫০০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সফল । প্রসঙ্গত, এর আগে অগ্নি-৪ এর ৪০০০ কিমি দূরত্ব অতিক্রমের ক্ষমতা ছিল । এবার ৫০০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতে আঘাতের ক্ষমতা সম্পন্ন ক্ষেপনাস্ত্র গড়ে ভারত নাম লেখাল আমেরিকা,চিন ,রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়ার সঙ্গে । এই ক্ষেপনাস্ত্রটির দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার ও পরিধি ২ মিটার । চলমান ক্ষেপণাস্ত্র যানের মাধ্যমেও এটি উৎক্ষেপণ করা যায় । পারমাণবিক হামলায়ও এই ক্ষেপনাস্ত্রের ব্যবহার সম্ভব বলে জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক । প্রায় ১৫০০ কেজি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা হয়েছে এই ক্ষেপনাস্ত্রের । অগ্নি সিরিজের ক্ষেপনাস্ত্রগুলোর প্রত্যেকটির নকশা তৈরির দায়িত্বে দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন । অগ্নি ১ এর পাল্লা ছিল ৭০০ কিমি। অগ্নি-২ এর ২০০০ আর অগ্নি-৩ এর ৩০০০কিমি ।

অগ্নি ৫ এর প্রথম পরীক্ষা নিরীক্ষা শুরু হয় ২০১২ সালে । দশবছরে এল সাফল্য । এই ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে চিন এবং পাকিস্তান, দুই প্রতিবেশীকেই সমঝে চলার কড়া বার্তা দিল ভারত, আন্তর্জাতিক মহলের এমনই ধারণা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!