- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ২৬, ২০২৩
২০২৪-এর নির্বাচনের রণকৌশল নিয়ে আজ বঙ্গ বিজেপিকে দিনভর ভোকাল টনিক অমিত-নাড্ডার
২০২৪-এর লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি তবে দু’দিনের বঙ্গ সফরে এসে অমিত শাহ বঙ্গ বিজেপিকে মজবুত করার ভোটাল টনিক দেবেন। অমিত শাহর সঙ্গে এই কাজে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এমজি রোডের এক গুরুদ্বার এবং কালীঘাটে মায়ের মন্দির স্পর্শ করে তারপর প্রথমে নিউটাউনের একটি হোটেলে হবে প্রথম বৈঠক। তারপর বিকেলে ন্যাশনাল লাইব্রেরি হলে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। অমিত শাহ আগেই বঙ্গ বিজেপিকে বলেছিল বাংলা থেকে ৩৫টি আসন তাঁর চাই। এই টার্গেট যাতে বঙ্গ বিজেপি নেতৃত্ব পূরণ করতে সেই লক্ষেই অমিত শাহর এই উদ্যোগ।
তবে তৃণমূল নেতৃত্ব বাংলায় শাহি সফরকে কটাক্ষ করে বলছে, “অমিত শাহ আসবেন, ঘুরবেন, চলে যাবেন।”
সকালে অমিত শাহ, জে পি নাড্ডার প্রথমে পরপর দু’টি কর্মসূচি। প্রথমটি এম জি রোডে একটি গুরুদ্বারে পৌঁছবেন বিজেপির এই দুই শীর্ষ নেতা। তারপর সেখান থেকে কালীঘাট মন্দিরে পুজো দেবেন অমিত শাহ, জে পি নাড্ডা। সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
২০২৪-এর লোকসভা নির্বাচনে কেন রণকৌশল ঠিক করে দেবেন অমিত শাহ? এই নিয়ে এখন বঙ্গ বিজেপিতে জল্পনার অন্ত নেই। বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে, কোন কোন লোকসভা কেন্দ্রগুলিতে জোর দেওয়া হবে, প্রার্থী বাছাইয়ে কোন নীতি গ্রহণ করা হবে, কি ভাবে তৃণমূলের দুর্নীতিগুলোকে তুলে ধরে এখনই প্রচারে নামবে বঙ্গ বিজেপি সেই বিষয়ে দিক নির্দেশ করবেন অমিত শাহ। আজই বিকেলে ন্যাশনাল লাইব্রেরি হলে বঙ্গ বিজেপিস সোশ্যাল মিডিয়া সেলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন অমিত শাহ।
অমিত শাহ ও জে পি নাড্ডার বংগো সফর নিয়ে দিলীপ ঘোষ বললেন, “দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যাঁর নেতৃত্বে বিজেপি এ রাজ্যে বেড়ে ১৮ হয়েছে। তিনি বারবার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮ টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না। তাই বারবার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাদের বারবার আসা।”
তবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ কাদের গুরুত্ব দেন অমিত শাহ ও জে পি নাড্ডা সেটাই এখন দেখার। কেননা বঙ্গ বিজেপি সুকান্তর নেতৃত্বে আসার পর এটাই হতে চলেছে সুকান্তর নেতৃত্বে বাংলায় বিজেপির প্রথম লোকসভা নির্বাচন। অন্যদিকে দিলীপ ঘোষ তাঁর সভাপতি থাকাকালীন নিজে জিতে এবং বঙ্গ বিজেপিকে ১৮টি আসন দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনিই বঙ্গ বিজেপির এ পর্যন্ত সফলতম সভাপতি।
❤ Support Us