Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

এশিয়ান গেমস হকিতে ভারতের গোলের বন্যা চলছেই, এবার সিঙ্গাপুরকে ১৩ গোল মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান গেমস হকিতে ভারতের গোলের বন্যা চলছেই, এবার সিঙ্গাপুরকে ১৩ গোল মহিলা দলের

এশিয়ান গেমস হকিতে গোলের ধারা অব্যাহত ভারতের। আগের দিন ভারতীয় পুরুষ হকি দল সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছিল ১৬-১ ব্যবধানে। বুধবার সেই সিঙ্গাপুরের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় ভারতীয় মহিলা হকি দল। পুল এ-র প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা হকি দল ১৩-০ গোলে উড়িয়ে দিল সিঙ্গাপুর মহিলা দলকে।

বিশ্ব ক্রমতালিকায় ভারতীয় মহিলা হকি দল রয়েছে ৭ নম্বরে। অন্যদিকে সিঙ্গাপুর রয়েছে ৩৪ নম্বরে। সুতরাং ভারতীয় দল যে সিঙ্গাপুরের উপর আধিপত্য দেখাবে এটাই স্বাভাবিক ছিল। ম্যাচের শুরু থেকে তারই প্রভাব দেখা গেছে ভারতীয় মেয়েদের খেলায়।

ম্যাচের ২ মিনিটেই প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৬ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন উদিতা। দু মিনিট পর আবার পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান সুশীলা। ১১ মিনিটে ৩-০ দীপিকা। ৩ মিনিট পরেই ভারতের হয়ে চতুর্থ কোনটি করেন নবনীত। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগের মুহূর্তে ৫-০ করেন নগনিত। প্রথম কোয়ার্টারে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গ্রেস এক্কার গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ৭-০ করেন নেহা। ২৩ মিনিটে একক প্রয়াসে ডি বক্সের মধ্যে ঢুকে ৮-০ করেন সঙ্গীতা। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত।

৩৫ মিনিটে নেহার দুর্দান্ত পাস থেকে ৯-০ করেন শালিমা। চতুর্থ কোয়াটারে আরও চারটি গোল আসে ভারতের। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সঙ্গীতা। ৫০ ও ৫২ মিনিটে পরপর দুটি গোল করেন মনিকা ও বন্দনা। ৫৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সঙ্গীতা। এটাই ভারতের শেষ গোল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!