- দে । শ
- মে ২৮, ২০২২
হাজার কর্মী ছাঁটছে বিবিসি। রূপ বদলাতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত।

কর্মী ছাঁটছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। সংখ্যায় অন্তত ১ হাজার । কারণ কী? কর্তৃপক্ষের অজুহাত, ডিজিটাল মাধ্যমে রূপান্তরকে অগ্রাধিকার দিতে হচ্ছে। খরচ ব্যাপক। করোনাপর্বের আর্থিক সঙ্কটের কাঁপুনি এখনও থামেনি।
বিবিসি এবার ডিজিটাল ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া গড়বে। সেকেলে ধাঁচ বদলে দেবে। বিবিসি ওয়ার্ল্ডকে আমেরিকা ও ইউরোপ তো বটে, গোটা দুনিয়ার খবর নিয়ে ২৪ ঘন্টার নিউজ চ্যানেল গড়ে তুলবে। সিএনএন, আলজাজিরা সংবাদ পরিবেশনে বিবিসি-র প্রথম সারির প্রতিদ্বন্ধী । এশিয়া, আফ্রিকা, মধ্যএশিয়ায় আলজাজিরায় জনপ্রিয়তা প্রশ্নহীন । তার বৃত্তে বিত্ত ঢালছে আরব বিশ্ব। সে তুলনায়, বিবিসি পিছিয়ে যাচ্ছে। খবরের আয়তন সীমিত। ভাষ্য আবিষ্কৃত । সেকালে খোলস আর আত্মাকে ঝেড়ে ফেলতে চাইছে দুনিয়ার এক নম্বর প্রতিষ্ঠান । ভিতে ঘুন ধরেছে। সে কারণেই কি হাজার কর্মীছাটাই আসন্ন এবং প্রথাগত সম্প্রচারে তালা পড়বে? বিবিসি-র মহাপরিচালক টিম ডেভি বৃহস্পতিবার কর্মীসভায় বলেছেন, তরতাজা, নবীন সংস্থায় বিবিসি-র রূপান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। দ্রুত চারপাশের বিরাট পরিবর্তনকে ধারন করতে হবে। এজন্য নতুন বিনিয়োগের পরিমান কোটি পাউন্ড ছাঁটাই ও অন্যন্যা পরিবর্তনের কারণে সাশ্রয় হবে ৫০ কোটি পাউন্ড।
❤ Support Us