Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩১, ২০২৩

সামাজিকভাবে অনগ্রসর পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতার নতুন উপহার মেধাশ্রী। উপকৃত হবে লক্ষাধিক ছেলেমেয়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
সামাজিকভাবে  অনগ্রসর পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতার নতুন উপহার মেধাশ্রী। উপকৃত হবে লক্ষাধিক ছেলেমেয়ে

অনগ্রসর সম্প্রদায়ের প্রাক-মাধ্যমিক পড়ুয়াদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করবে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী সামাজিক প্রকল্পের তালিকায় আরও এক নব সংযোজন।

আজ বিধাননগর উন্নয়ন ভবনে ছিল  ক্যাবিনেটের বৈঠক। ক্যাবিনেট এব্যাপারে  ঐক্যমত্যে আসার পরই প্রাক্‌ মাধ্যমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য মাসিক ৮০০ টাকা স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে খবর, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের অন্তত ২ লক্ষ ৬০ হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপের জন্য বাছাই করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রশাসনের এক আধিকারিক।

প্রসঙ্গত বলা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার প্রাক্‌ মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়া বহু দিন হল বন্ধ করে দিয়েছে। সেকারণেই ১৫ দিন আগে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে আলিপুরদায়ের প্রশাসনিক বৈঠকে তাঁদের সাহায্যার্থে এই প্রকল্পের কথা ঘোষনা করেছিলেন। আজকের ক্যাবিনেটের বৈঠকের পর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মুখ দেখল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!