- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২২, ২০২৩
লোকসভায় দানিশ আলির বিরুদ্ধে মুসলিম বিরোধী মন্তব্যের জন্য দলীয় সাংসদ রমেশ বিধুরিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বিজেপি

বিজেপি শুক্রবার ,২২ সেপ্টেম্বর, দলের সভাপতি জেপি নাড্ডার নির্দেশে দলের সদস্য এবং লোকসভা সাংসদ রমেশ বিধুরিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। বিএসপি সাংসদ দানিশ আলীর বিরুদ্ধে সাংসদ ভিদুরির অসংসদীয় ভাষা ব্যবহারের জন্য এই নোটিশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, চন্দ্রযান-৩ নিয়ে আলোচনা চলাকালীন লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুরি বিএসপি সাংসদ দানিশ আলিকে “পিম্প”, “সন্ত্রাসী” এবং “চরমপন্থী” বলেছেন, ওই বক্তব্যের পরে বিরোধী সাংসদরা বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
বিজেপি সাংসদ রমেশ বিধুরির করা অত্যন্ত আপত্তিকর মন্তব্যের পরে, বিএসপি সাংসদ দানিশ আলি লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন সংসদের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য অভিযোগ করেন। দানিশ আলী বলেন, “আপনার নেতৃত্বে নতুন সংসদ ভবনে এই ঘটনা ঘটেছে, একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এই ঘটনা সত্যি হৃদয় বিদারক।”
তাঁর চিঠিতে, দানিশ আলি উল্লেখ করেছেন যে চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন লোকসভায় সংসদের অভ্যন্তরে তাঁর বিরুদ্ধে কীভাবে অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছিল। দানিশ আলী এই ঘটনায় তাঁর হতাশা প্রকাশ করেছেন এবং লোকসভার স্পিকারকে বিষয়টি লোকসভার বিশেষাধিকার কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
স্পিকারকে দানিশ আলি লিখেছেন, “আমি আপনাকে এই বিষয়টি পরীক্ষা,ও তদন্তের জন্য লোকসভার কার্যপ্রণালী ও পরিচালনার নিয়ম অনুসারে ২২৭ বিধির অধীনে বিশেষাধিকার কমিটির কাছে পাঠাবার জন্য অনুরোধ করছি।”
বিজেপি সাংসদ বিধুরি যখন দানিশকে এই ধরণের অসাংবিধানিক মন্তব্য করেন তখন সভা পরিচালনার জন্য স্পিকারের আসনে ছিলেন কংগ্রেস সাংসদ কে সুরেশ, তিনি বিধুরির ওই মন্তব্য সংসদের সচিবালয়ের কর্মীদের অপসারণের নির্দেশ দেন। সেই সময় লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উঠে দাঁড়িয়ে এই বিধুরির এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
❤ Support Us