- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৮, ২০২৪
উপনির্বাচনের আগে, সন্দেশখালিতে পুজো উদ্বোধনে এসে সাম্প্রদায়িক বার্তা। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে উঠলো অভিযোগ

সন্দেশখালিতে দুর্গা পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারি। গত বছর এই পুজোতে গেরুয়া কাপড় লাগিয়ে মন্ডপ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। জোর করে মন্ডপের কাপড় খুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা জিয়াউদ্দিন গাজির বিরুদ্ধে । আজ শুভেন্দু সন্দেশখালির রাজবাড়ি সুন্দরখালিএলাকায় মহিলাদের পরিচালিত সেই পুজোর উদ্বোধন করেন।
সন্দেশখালিতে পুজোর উদ্বোধনে এসে হিন্দুত্ব নিয়ে উত্তেজক কথা বলে গেলেন বিরোধী দলনেতা , বিজেপি নেতা শুভেন্দু অধিকারি। এদিন মন্ডপ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারি হরিয়ানা, কাশ্মিরের ভোটের ফলাফল নিয়ে বলেন, ‘হিন্দুরা ঐক্যবদ্ধ। হিন্দু ভোট ভাগ হয়নি। আরও ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাতেও আমরা ঐক্যবদ্ধ হব।’ তিনি বলেন, ‘৭০ ভাগ হিন্দু, আমরা ঐক্যবদ্ধ হব, আমরা একটা সরকার গড়ব। সেই সরকার সুশাসন দেবে, সুরক্ষা দেবে।’ শুভেন্দু বলেন, আমরা আক্রান্ত। এইখানে এই পুজোর মন্ডপ খুলিয়েছিল। বদলা নিয়ে গেলাম। হিন্দুর বাচ্চা। জুনিয়ার জাক্তারদের আন্দোলনে কোন অনুমতি লাগবে না। জোর করে করব। আমরা আছি। শুভেন্দু বলেন, ‘ভারত বর্ষে হিন্দুদের পুজো করা নিয়ে কারও অনুমতি লাগে না। এটা হিন্দুস্তান।’ বিরোধী দলনেতা বলেন, ‘বিজেপি সরকারে এলে চা শ্রমিকদের পাট্টা নয় মালিকানা দেব। বন্ধ চা বাগান খুলব। এ লাখ ২০ হাজারের বাড়ি নয় ৫ লাখ টাকার বাড়ি করে দেব।’ এদিনে শুভেন্দুর এই ধরনের মন্তব্যে এলাকার মানুষ উস্কানি দেখছেন। কেননা কয়েক মাসের মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে হিন্দুত্বর জিগিরে সিঁদুরে মেঘ দেখছেন এলাকার রাজনৈতিক মহল।
❤ Support Us