Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৩

নোবেলজয়ীকে নিয়ে ধৃষ্টতা শুভেন্দুর। ‘তালিবানকে পরামর্শ দিন অমর্ত্য!’

অতিমারী ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নময় রাজ্যের বিরোধী দলনেতা।

আরম্ভ ওয়েব ডেস্ক
নোবেলজয়ীকে নিয়ে ধৃষ্টতা শুভেন্দুর। ‘তালিবানকে পরামর্শ দিন অমর্ত্য!’

দিন কয়েক আগে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মমতার যোগ্যতা নিয়ে বিশ্লেষণাত্মক একটি মন্তব্য করেছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই মন্তব্য প্রসঙ্গেই তাঁকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেন শুভেন্দু অধিকারী। পক্ষপাতদুষ্ট তাঁর মন্তব্য বলে মত বিরোধী দলনেতার।

বুধবার পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের বাসুদেবপুরের শ্যামহরিবাড় গ্রামের বাসুলিহাট বাজার লাগোয়া মাঠে ছিল বিজেপির দলীয় কর্মসূচি। সেখানে সভা শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমর্ত্যকে আক্রমণ করে বসেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কোভিডের সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন পরবর্তী হিংসায় হিন্দুরা মারা যাওয়ার সময় তাঁর দেখা পাওয়া যায়নি কেন তা নিয়েও তির্যক মন্তব্য করেন তিনি। তিনি সারদা চিটফাণ্ডে দোষী সাব্যস্ত সুদীপ্ত সেনের রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। এখন নোবেল জয়ী অর্থনীতিবিদকে সেই একই তালিকায় এনে তীব্রভাষায় সমালোচনা করেন তিনি।

এদিন শুভেন্দু আরও বলেন যে ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্ত ৩০০ এর বেশি আসন নিয়ে ফিরে এসেছিল মোদি সরকার। এবার দেড় বছর আগে থাকতে যখন তিনি মন্তব্য করছেন তখন   মোদি সরকার আরও  বিপুল সংখ্যক আসন পাবে বলে তিনি আশাবাদী।

সিএএ নিয়ে অমর্ত্য সেন বিজেপি সরকারের সমালোচনা করেছিলেন। তা নিয়েও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য তিনি রাজনৈতিক নেতাদের মত কথা বলেন।   তাঁর বক্তব্যর সঙ্গে পড়াশোনার কোনো  সম্পর্ক নেই। তাঁকে বিদেশে থাকার পরামর্শ দিয়ে  তাঁর মন্তব্য তা যদি পরামর্শ দেওয়ার হয় তিনি যেন তা আফগানিস্তানের তালিবান সরকারকে দেন।

বিরোধী দলনেতার এই মন্তব্যর জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে এবার নোবেল জয়ী অর্থনীতিবিদকে হয়তো দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হতে পারে বলে কেন্দ্রের  বিজেপি সরকারকে  আক্রমণ করেন তিনি। তাঁর বাড়িতেও ইডি সিবি আই পাঠানো হতে পারে বলে তাঁর তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য।

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে তাঁর গুজরট মডেল নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর সংখ্যালঘু নীতি নিয়ে সমালোচনা করেছিলেন অমর্ত্য। চুপ করে বসে থাকেনি  গেরুয়া শিবির। একাধিক বার আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। শুভেন্দুর বুধবারের বক্তব্য  সেই ধারাবাহিকতাকেই বজায় রাখল বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!