- দে । শ
- ডিসেম্বর ১৩, ২০২২
বহুত্বের সত্ত্বায় আঘাত। রাষ্ট্রভাষা হোক সংস্কৃত, সওয়াল বিজেপি সাংসদের

স্বাধীতার ৭৫ টি বছর অতিক্রম করার পর বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ ভারতকে রাষ্ট্রভাষা প্রচলনের মাধ্যমে এক সূত্রে গাঁথতে চাইছে বিজেপি। এক দেশ, এক ভাষা,এক নেতা, এক বিধানের চিরাচরিত পথে হেঁটে দেশের উন্নয়ন ও বিকাশকে ত্বরান্বিত করার পরিকল্পনা মোদি সরকারের।
সোমবার উত্তরপ্রদেশের হমীরপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পুষ্পেন্দ্র সিং চান্দেল লোকসভায় মন্তব্য করেন যে ভারতে সনাতন সংস্কৃতির একটি ধারাবাহিকতা আছে। আর ভারতকে যদি বৃহত্তর লক্ষ্য অর্জন করতে হয় তাহলে দেশের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ উপাদানগুলির মধ্যে সমন্বয়সাধন প্রয়োজন। আর এক্ষেত্রে ভাষা একটি অন্যতম মাধ্যম । এ প্রসঙ্গেই তিনি হিন্দির পাশাপাশি সংস্কৃতকে রাজভাষা রূপে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে, ভারতের সাংস্কৃতিক ঐক্যের জন্য এমন একটি ভাষার ব্যবহার অত্যন্ত প্রয়োজন যা ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি ঐক্যবদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত করবে। পাশাপাশি সংস্কৃতর বর্তমান দুরবস্থা কাটাতে তাকে জনগণের মধ্যে ব্যাপক প্রসার ঘটানোর ওপর জোর দেন সাংসদ।
প্রসঙ্গত ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই। সংবিধানের ৩৪৩ নম্বর ধারা অনুযায়ী দেবনাগরী হরফে লেখা হিন্দি ও ইংরাজিকে ভারতে দাপ্তরিক ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে। অষ্টম তফসিলে ভারতের ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন সংস্কৃত ও হিন্দি যদি রাজভাষার মর্যাদা পায় তাহলে বহু ভাষাভাষী ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যই সংকটের মুখে পড়তে পারে বলে আশংকা করছেন সংবিধান বিশেষজ্ঞরা।
❤ Support Us