- Uncategorized এই মুহূর্তে দে । শ
- মার্চ ৮, ২০২৪
রাজ্য সংশোধনাগারে বন্দি মহিলাদের যৌন হেনস্থা রুখতে কঠোর নির্দেশ হাইকোর্টের
সংশোধনাগারে লালসার শিকার নারীরা, সেই সংক্রান্ত মামলায় রাজ্যের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে । পাশাপাশি এপ্রিলের ৫ তারিখের মধ্যে রাজ্যের সংশোধনাগারে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশের কথাও বলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ ।
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আরসি লাহোটি দেশের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টে । দেশের শীর্ষ আদালত বিষয়টা স্বতঃপ্রণোদিত মামলা হিসাবে গ্রহন করে একটি নির্দেশ পাঠায় দেশের সমস্ত হাইকোর্টে । সেই নির্দেশে বিভিন্ন রাজ্যের সংশোধনাগারগুলিতে বন্দিদের সুযোগ সুবিধার বিষয়ে খতিয়ে দেখার কথা বলা হয় । কলকাতা হাইকোর্টের তরফে তাপস কুমার ভঞ্জকে বিষয়টি দেখার জন্য আদালত বান্ধব হিসাবে নিযুক্ত করা হয় ।
তাপস ভঞ্জ পরে হাইকোর্টকে তাঁর রিপোর্ট জানান, রাজ্যে ১৯৬ জন মহিলা কারা বন্দি অন্তঃসত্ত্বা । তাঁদের বেশিরভাগ অভিযোগ তাঁরা শারীরিক নির্যাতনের স্বীকার ।
গত ২০ ফেব্রুয়ারি রাজ্যে মহিলা বন্দিদের অন্তসঃত্ত্বা হওয়ার ঘটনায়, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । বৈঠকের ফলাফল রিপোর্ট আকারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ৮ মার্চ জমা দেওয়ার কথা বলা হয়। রাজ্যের ১৩৭৯ সংশোধনারের বর্তমানে অবস্থা সম্পর্কেও অবহিত করার জন্য রাজ্য লিগল এড সার্ভিস এডকে নির্দেশ দেয় আদালত । রাজ্যে এজি ও অন্যান্য সরকারি কৌঁসুলিদের নিয়ে একটি কোর কমিটি গঠন করার কথাও বলা হয় । সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা পরে আদালতের কাছে । তারপরেই বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ৫ এপ্রিল তাদের বক্তব্য পেশের নির্দেশ দেন ।
❤ Support Us