Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

ধনশ্রীর জন্মদিনে হৃদয়স্পর্শী পোস্ট চাহালের, সম্পর্ক এখনও অটুট দুজনের

আরম্ভ ওয়েব ডেস্ক
ধনশ্রীর জন্মদিনে হৃদয়স্পর্শী পোস্ট চাহালের, সম্পর্ক এখনও অটুট দুজনের

মাসখানেক আগেই যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রীর সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই ভেবে নিয়েছিলেন চাহালের সঙ্গে সম্পর্কের চিড় ধরেছে ধনশ্রী। কিন্তু চাহালের সঙ্গে ধনশ্রীর সম্পর্কে কোনও রকম চিড় যে ধরেনি, তা প্রকাশ্যে এসেছে। যুজবেন্দ্র চাহাল স্ত্রী ধনশ্রী ভার্মাকে আন্তরিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ ধনশ্রী ভার্মার জন্মদিন। স্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রামে একটা হৃদয়স্পর্শী ভিডিও পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল। সেই ভিডিওতে ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল তার স্ত্রী ধনশ্রী ভার্মাকে আন্তরিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সুখী এবং কঠিন সময়ে সবসময় পাশে থাকার জন্য চাহাল তাঁর জীবনসঙ্গীনীকে ধন্যবাদ জানিয়েছেন। ধনশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন চাহাল। এবং বলেছেন, ‘‌আমরা শীঘ্রই পার্টি করব।’‌ এই মুহূর্তে চাহাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি–টোয়েন্টি খেলতে ত্রিবান্দমে রয়েছেন। ধনশ্রী চাহালের সঙ্গে যাননি। তাই এই বিশেষ দিনে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে চাহাল লিখেছেন, ‘‌সব সময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে আমার সেরা এবং সর্বদা প্রেমময়, স্ত্রী হিসাবে পেয়ে অনেক ধন্য। তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমার ভালবাসা আজ, আগামীকাল এবং আরও অনেক বছর ধরে একই থাকবে। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠ। আমি ফিরে এলে দুজনে দারুণ আনন্দ করব। তোমাকে ভালোবাসি।’‌ চাহালের এই ইনস্টাগ্রাম পোস্ট প্রমাণ করে দিয়েছে, দুজনের সম্পর্কের মধ্যে কোনও চিড় ধরেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!