- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৫, ২০২২
দিওয়ালিতে গুজরাটের ভাদোদরায় সাম্প্রদায়িক সংঘর্ষ, আটক ১৯

দীপাবলিতে গুজরাটের ভাদোদরা শহরের একটি এলাকায় আতশবাজি ফাটানো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে প্রবল সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুপক্ষের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ ভাদোদরার পানিগেট এলাকায় আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ শুরু হয়। এরপর এক গোষ্ঠীর লোকজন অন্য গোষ্ঠীর লোকজনের ওপর আতশবাজি ও রকেট ছুঁড়তে থাকে। এরপর অন্য গোষ্ঠী আতশবাজির জবাবে পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই সময় একটা বাড়ির তিন তলা থেকে পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। সংঘর্ষে কেউ হতাহত হয়নি। তবে ওই ঘংঘর্ষ এলাকায় দাঁড় করানো একটা মোটরসাইকেল রকেট আতশবাজির আগুনে পুড়ে যায়।
ভাদোদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ যশপাল সিং জাগানিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘ভাদোদরার পানিগেট এলাকাটি স্পর্শকাতর হিসেবে পরিচিত। মঙ্গলবার রাত ১২ টা ৪৫ মিনিট নাগাদ বাজি পোড়ানোকে কেন্দ্র করে ওই এলাকার দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে বাজি ও পাথর ছোঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এক ব্যক্তি তার বাড়ির তিনতলা থেকে পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ছোঁড়ে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এলাকায় পার্ক করে রাখা একটি বাইক পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।’ বর্তমানে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
❤ Support Us