Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ৩, ২০২৪

বোমাবন্দুক বেয়নেটের আতঙ্কে মাথাচাড়া চর্মরোগের,বিপদের মুখে গাজার শৈশব

আরম্ভ ওয়েব ডেস্ক
বোমাবন্দুক বেয়নেটের আতঙ্কে মাথাচাড়া চর্মরোগের,বিপদের মুখে গাজার শৈশব

গাজায় আট মাসেরও বেশি সময় ধরে চলা , ইসরায়েল-হামাস যুদ্ধ ইতিমধ্যে শিশুদের মধ্যে বিপজ্জনক চর্মরোগ সৃষ্টি করেছে। গাজাবাসী, প্রাপ্তবয়স্ক ও শিশু স্ক্যাবিস থেকে শুরু করে চিকেন পক্স, উকুন, ইমপেটিগো ও অন্যান্য ত্বকের সংক্রমণে ভুগছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫০,০০০এরও বেশি লোক চর্মরোগে আক্রান্ত হয়েছে।
ওয়াফা এলওয়ান নামের একজন গাজান নারী বলেন, ‘আমরা মাটিতে, বালিতে যেখানে সেখানে ঞ্জায়গা পাই, ঘুমাই । তার নিচে পোকামাকড়দের যাতায়াতের জায়গা।’ তাঁর পরিবার গাজা শহরের কাছে দেইর আল-বালাহ শহরের সমুদ্র তীরবর্তী একটি বালুকাময় জমিতে বসবাসকারী হাজার হাজারের মধ্যে একজন।
সাত সন্তানের জননী ওয়াফা বিশ্বাস করেন সংক্রমণ অনিবার্য।
টতিনি বলেন,’আমরা আগের মতো আমাদের বাচ্চাদের স্নান করাতে পারি না। স্থানটি ধোয়া ও পরিষ্কার করার জন্য আমাদের জন্য কোনো স্বাস্থ্যবিধি ও স্যানিটারি পণ্য নেই। ।’
তিনি বলেন, আগে বাবা-মা তাদের সন্তানদের বলতেন ভূমধ্যসাগরের জলে সাফ সুতরো হতে। কিন্তু যুদ্ধের ফলে যে দূষণ তৈরি হয়েছে তা মৌলিক সুযোগ-সুবিধাগুলিকে ধ্বংস করেছে রোগের ঝুঁকি বাড়িয়েছে।সমুদ্র পুরোটাই নর্দমা। আবর্জনা ও শিশুর ন্যাপকিন ফেলার জায়গাতে পরিণত হয়েছে,’ ।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে WHO ৯৬,৪১৭টি স্ক্যাবিস ও উকুন সংক্রান্ত ঘটনার রিপোর্ট পেয়েছে। এর মধ্যে চিকেনপক্সের ৯২৭৪টি, ত্বকে ফুসকুড়ির ৬০,১৩০টি এবং ইমপেটিগোর ১০,০৩৮টি মামলা রয়েছে।
দেইর আল-বালাহ ক্যাম্পে একটি অস্থায়ী ক্লিনিকের মালিক ফার্মাসিস্ট সামি হামিদের মতে, স্ক্যাবিস ও চিকেনপক্স উপকূলীয় ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেছে।
তিনি বলেন, শিশুদের স্পর্শকাতর ত্বক ‘গরম আবহাওয়া এবং পরিষ্কার জলের অভাব’ এই দুটি মূল কারণে ভুগছে।
ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এর তরফে গাজার মেডিকেল কো-অর্ডিনেটর মোহাম্মদ আবু মুগাইসিব এএফপিকে বলেছেন যে শিশুদের ক্ষেত্রে এইসব রোগ খুবই স্বাভাবিক । কারণ, “তারা শিশু । তারা বাইরে খেলবে, যে কোনও কিছু স্পর্শ করবে, না ধুয়ে কিছু খাবে’।
তিনি বলেন, যে গরম আবহাওয়া ঘামের প্রবণতা বাড়ায় । ত্বকে ময়লা জমে ফুসকুড়ি এবং অ্যালার্জি সৃষ্টি হয়, যা ঘামাচি হলে সংক্রমণের দিকে পরিচালিত করে। তদুপরি, তিনি সতর্ক করেছিলেন যে গাজার শিশুরা ইতিমধ্যেই রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপুষ্টির কারণে প্রায় ধ্বংসের মুখে চলে গেছে।
এমএসএফ ডাক্তাররা আশঙ্কা করছেন যে অন্যান্য চর্মরোগ, যেমন লেশম্যানিয়াসিস, যা লক্ষ লক্ষ বাস্তুচ্যুত গাজানদের মধ্যেও ছড়াতে পারার আশঙ্কা করা হচ্ছে।
ডব্লিউএইচওর মতে, বাস্তুচ্যুতদের জন্য প্রস্তুত শিবিরের মধ্যে অন্যান্য রোগগুলিও তাণ্ডব চালিয়েছে, ।
আন্তর্জাতিক সংস্থার হিসাবে, ইতিমধ্যেই ডায়রিয়ার ৪৮৫,০০০কেস খবর মিলেছে।
সব মিলিয়ে দৃৃশ্যমান শত্রু ও অদৃশ্য শত্রু দুইয়ের সঙ্গে লড়াইয়ে রিীতিমতো নাজেহাল গাজাবাসী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!