Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৯, ২০২৩

অশান্তির অবসান, শনিবার রাজভবনে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করবেন ধূপগুড়ির বিধায়ককে, থাকবেন স্পিকার, পরিষদীয় মন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
অশান্তির অবসান, শনিবার রাজভবনে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করবেন ধূপগুড়ির বিধায়ককে, থাকবেন স্পিকার, পরিষদীয় মন্ত্রী

ধূপগুড়ির তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত কাটল। শনিবার বিকেল সাড়ে চারটায় রাজভবনে ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানে উপস্থত থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার তাহলে ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তাঁর এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবেন দ্রুত সঙ্গে।

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণের জন্য গত শনিবার আসর সাজিয়ে রাজভবনে বসেছিলেন রাজ্যপাল। শপথ গ্রহণের সব ব্যবস্থা পাকা থাকলেও যিনি শপথ নেবেন সেই নির্মলচন্দ্র রায় জানিয়েছিলেন, আমি শপথ গ্রহণের জন্য কোনও ডাক পাইনি। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন, কোনও কিছুই বিধানসভার স্পিকার বা রাজ্য সরকারকে জানানো হয়নি। আমাকেও কিছু জানানো হয়নি। এটা সংসদীয় রীতির বাইরে গিয়ে করছেন রাজ্যপাল।
এর পর রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দিয়ে ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়ার পরও ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন তিনি রাজ্যপালের এই আবেদনে সম্মত নন। এর পর রাজভবন থেকে ঠিক হয়েছিল রাজ্যের প্রবীণ কোনও বিধায়ককে ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণের জন্য ডাকা হবে। সেই অনুযায়ী চোপড়ার তৃণমূল বিধায়ককে ডাকা হতে পারে বলে রাজভবন সূত্রে জানা যায়। শেষ পর্যন্ত রাজভবনে সিদ্ধান্ত শনিবার বিকেল সাড়ে চারটায় রাজভবনে রাজ্যপাল নিজেই ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার ও রাজ্যের পরিষদীয় মন্ত্রী। কেন এই শপথ গ্রহণ নিয়ে সময় নষ্ট করে শেষ পর্যন্ত রাজ্যের দাবি মেনেই রাজভবনে চিরাচরিত প্রথায় রাজ্যপাল সেই শপথ গ্রহণ অনুষ্ঠান করাচ্ছেন প্রশ্ন উঠেছে তা নিয়ে। এর আগে স্পিকার বলেছিলেন, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখর শপথ গ্রহণ নিয়ে এই সংঘাতের সূত্রপাত করে গিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!