শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ছাঁটাই-এর কবলে এবার ডিজনি কর্মীরা। বিশ্ব জুড়ে যে মন্দা চলছে তার জেরে কাজ হারাতে পারেন প্রায় ৭০০০ কর্মচারী। ইতিপূর্বে একের পর এক আন্তর্জাতিক সংস্থায় দেখা গিয়েছে কর্মী সংকোচন। এবার সেই পথে পা বাড়াল এণ্টারটেইন জায়াণ্ট বলে পরিচিত প্রতিষ্ঠানটি।
সংস্থার সিইও বব ইগর জানিয়েছেন, ২০২১ সালের বার্ষিক রিপোর্ট অনুসারে, সমগ্র বিশ্ব জুড়ে ডিজনির বিভিন্ন শাখায় মোট ১ লক্ষ ৯০ হাজার কর্মী ছিল। এরমধ্যে ৮০ শতাংশ ছিলেন স্থায়ী কর্মী। এই কর্মীদের সংখ্যাই হ্রাস করতে চাইছেন তাঁরা । আপাতত ৭ হাজার কর্মী ছাঁটাই করা হবে। কর্মী সংকোচনের কথা ঘোষণা করা হলেও, কোন বিভাগ থেকে কত জন কর্মচারী কমানো হবে তা নিশ্চিত করে জানাননি তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজনির নিজস্ব স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাসের গ্রাহক সংখ্যা কমে যাওয়াই ছাঁটাইয়ের অন্যতম প্রধান কারণ। নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী এই পরিষেবাটির গত বছর গ্রাহক ছিল ১৬ কোটি ৮০ লক্ষ। কিন্তু বছরের শেষে উপভোক্তার সংখ্যা ১ শতাংশ কমে যায়। যা সংস্থার আয়ে বিরূপ প্রভাব ফেলেছে।
বব ইগর অবশ্য জানিয়েছেন, সংস্থার লাভের পরিমাণ ভালোই। শেষ ত্রৈমাসিকে ডিজনির আয় ২৩.৫ বিলিয়ন ডলার। খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে চাইছে সংস্থা। ৫.৫ বিলিয়ন ডলার অর্থ জমানোর লক্ষ্য স্থির করেছে ডিজনি। সেই লক্ষ্য পূরণের জন্য অন্যান্য বহুজাতিক সংস্থার মত কর্মচারীদের সংখ্যা কমাবে ডিজনি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34