Advertisement
  • বৈষয়িক
  • জানুয়ারি ১৮, ২০২৩

মাস্ক সাম্রাজ্যে পতনের সংকেত ! কারণ কী ?

৪০% আয় হ্রাস মাইক্রোব্লগিং সংস্থার।

আরম্ভ ওয়েব ডেস্ক
মাস্ক সাম্রাজ্যে পতনের সংকেত ! কারণ কী ?

ব্যবসায়ী ইলন মাস্কের অস্বস্তি বাড়ছে। ‘দম্ভ আর স্বৈর আচরণ’ কি তাঁর পতনের কারণ হয়ে উঠবে, সম্ভবত নিজেই তা টের পাচ্ছেন। পরপর নিজেকে গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। সম্প্রতি সিঙ্গাপুরের টুইটার অফিস বন্ধ করতে হয়েছে। বাঙ্গালোরের কার্যালয়-অফিসের আসন করে দিয়েছে তাঁর সংস্থা। দিল্লি আর মুম্বাইতেও কর্মকাণ্ড কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টুইটারের সিইও। কারণ কী? মাস্ক জমানার প্রায় তিন মাসে টুইটারের আয় কমল ৪০ শতাংশ। যে বড়ো অঙ্কের ঋণ পরিশোধ করবার কথা ছিল মাস্কের, তা থমকে আছে। প্রতিশ্রুতির খেলাপ হচ্ছে। রয়টারের খবর, টুইটারের আয় হ্রাসে উদ্বিগ্ন অসংখ্য কর্মী। আশঙ্কা, চাকরি চলে যেতে পারে। সিঙ্গাপুর অফিস বন্ধ করবার সিদ্ধান্ত নিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠছে, মাস্ক লাভজনক সংস্থাটির মালিকানা হাতে নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আয় কেন কমছে ? কারণ কি ভুল সিদ্ধান্ত ? না মাস্কের একক ক্ষমতামত্ততা ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!