Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৭, ২০২২

‌মমতার নির্দেশ, রঙীন পদযাত্রায় কালো ছাতা নয়। পুজোয় শহরে আসবেন অমিত শাহ।

পুজোর আর ৩৫ দিন বাকি। বর্ণময় ছাতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন জননেত্রী। সব পুজো কমিটিকে নিয়েই শোভাযাত্রা করতে হবে।

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মমতার নির্দেশ, রঙীন পদযাত্রায় কালো ছাতা নয়। পুজোয় শহরে আসবেন অমিত শাহ।

চিত্র সংগৃহীত

পুজোর আর ৩৫ দিন বাকি। সার্বজনীন উৎসব পালনে ব্যস্ত সমাজের সব শ্রেণী। দুর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতির আনন্দে কলকাতায় পদযাত্রা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। সঙ্গে থাকবেন মন্ত্রী, নেতা, বিধায়ক আর দলের কর্মীরা। রঙীন পদযাত্রা। বর্ষার মরশুম হলেও পদযাত্রার মুহূর্তে ‘‌কালো ছাতা’‌ ব্যবহার করা চলবে না। বর্ণময় ছাতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন জননেত্রী। এদিকে, পুজোয় শহরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো কমিটির আমন্ত্রণে।

পুজোর প্রায় একমাস বাকি থাকলেও ইউনেস্কো হেরিটেজ তকমা দেওয়ায় আগেভাগেই পুজোর ঢাকে কাঠি দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর দুর্গাপুজোকে সামনে রেখে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে এই পদযাত্রা শুরু হবে। শেষ হবে রেড রোডে। রাজ্যের মন্ত্রী, নেতা, বিধায়ক আর দলের কর্মীরা ছাড়াও এই রঙীন পদযাত্রায় উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। ৫০০ থেকে ৭০০ জন অংশ নেবেন এই শোভাযাত্রায়। রঙীন শোভাযাত্রা উপলক্ষ্যে ১৭ দফার গাইড লাইন তৈরি করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

জেলাতেও শোভাযাত্রা হবে। তবে জেলায় কোথায় এই পদযাত্রা হবে তা সংশ্লিষ্ট জেলার প্রশাসন, পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা করেই ঠিক করবে। সব পুজো কমিটিকে নিয়েই শোভাযাত্রা করতে হবে। সব পুজো কমিটি তাদের নিজস্ব ব্যানারসহ পদযাত্রায় অংশ নিতে পারবে। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা জেলার পদযাত্রায় অংশ নিতে পারবে। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেয়েদের শঙ্খ নিয়ে অংশ নিতে হবে। জেলার ১০০ জন লোক শিল্পীকেও পদযাত্রায় সামিল করা। ইতিমধ্যেই শোভা যাত্রার থিম সং তৈরি করা হয়েছে। সেটি জেলাগুলিকে পাঠিয়ে দেওয়া হবে। শোভাযাত্রায় সেই থিম সং বাজানো হবে।


❤ Support Us
error: Content is protected !!