- দে । শ
- ফেব্রুয়ারি ৮, ২০২৫
বেআইনি বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে আক্রান্ত বিদ্যুৎকর্মীরা

বেআইনি বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে আক্রান্ত বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিক ও কর্মী মিলিয়ে ৫ জন। তাদেরকে ১ ঘন্টার কাছাকাছি আটকে রাখারও অভিযোগ উঠেছে। মঙ্গলকোটের ইরসোন্ডা গ্রামের ঘটনা। আহতরা গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার আবদুল গফফর ইরসোন্ডা গ্রামের বাসিন্দা রমজান শেখ ও তার সাঙ্গোপাঙ্গোদের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন। রমজান অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। বিদ্যুৎ বন্টন সংস্থা সূত্রের খবর, রমজান চুরি করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। তাতে বাড়ির আলো, পাখা, ফ্রিজ, এসি মেশিন সব চলছে। এমনকী মাঠে সৌরবিদ্যুৎ সংযোগের সাবমার্সিবল না চলায় বিদ্যুৎ চুরি করে সাবমার্সিবল পাম্প চালানো হয়েছে।এমনকী রমজানের ৩০ হাজার টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের ৬ জন গ্রামে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে রমজান দলবল নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, রড, লাঠি নিয়ে হামলা করে। বাড়ির ছবি ও ভিডিয়ো মুছতে বাধ্য করে। রমজানের সাফাই, ‘আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি ঘটনাস্থলেই ছিলাম না। শুনলাম চাষিরা বিক্ষোভ দেখিয়েছে।’
❤ Support Us