- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৬, ২০২৫
স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্য দফতরের রিপোর্ট চাইলো আদালত । মেদিনীপুরে এবার মৃত্যু নবজাতকের, সিবিআই তদন্তের দাবি পরিবারের

ত্রুটিপূর্ণ স্যালাইনে প্রসূতির মৃত্যু ঘিরে এবার বড়ো নির্দেশ কলকাতা হাইকোর্টের । আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলেছেন, স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুসপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে । পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে ।
মেদিনীপুর স্যালাইনের ত্রুটিতে মৃত্যু হয় এক প্রসূতির । এখনো আশঙ্কাজনক অবস্থায় তিনজন । মর্মান্তিক এই ঘটনা নিয়েই সরগরম রাজ্য রাসজনীতি । স্বাস্থ্যভবনের ১৩ সদস্যের মেডিক্যাল টিম ইতিমধ্যেই ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতরকে । কর্তব্যে গাফিলতি নিয়ে উষ্মা প্রকাস করেছেন মুখ্যমন্ত্রী, নির্দেশ দিয়েছেন ঘটনার সিআইডি তদন্তের । রদলবদল করা হয়েছে স্বাস্থ্য ভবনের বিভিন্ন পদেও । এরমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারকদের এই নির্দেশ সামনে এল । রাজ্যে প্রসূতির মৃত্যু এবং তিনজনের আশঙ্কাজনক পরিস্থিতির প্রেক্ষিতেই সোমবার দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হইকোর্টে । সেই মামলা দুটির শুনানিতেই স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুসপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানোর নির্দেশ দেয় আদালত । রিপোর্ট আসার পরেই পরবর্তী নির্দেশ দেবে আদালত।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার প্রাথমিক তদন্তে উঠে আসে যে, স্যালাইনে ত্রুটি থাকার কারণেই প্রসূতির মৃত্যু এবং অন্যান্য প্রসূতির স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। পরবর্তীতে স্বাস্থ্য দফতর স্যালাইন প্রস্তুতকারী সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং আরও তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়। বুধবার স্বাস্থ্যভবনে দায়িত্বে থাকা সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে । তিনি ড্রাগ অ্যান্ড ইক্যুইপমেন্ট বিভাগের সচিব ছিলেন । তাঁর অধীনেই হাসপাতালের, ওষুধের বরাত সংক্রান্ত বিষয়ের দেখভাল হতো । তাঁকে সরিয়ে এই পদের দায়িত্বে এসেছেন শুভাঞ্জন দাস ।
বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের 8 দিনের শিশুপুত্রের। যা নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুর কলেজ হাসপাতালে।দাবি উঠেছে সিবিআই তদন্তের ৷ অসুস্থ রেকা সাউ এখনো সেই হাসপাতালেই চিকিৎসাধীন ।
এর আগে শুক্রবার সকালে মৃত্যু হয় মামনি রুইদাসের । যদিও তাঁর পুত্র সন্তানকে সুস্থ অবস্থায় ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ।
❤ Support Us