- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ১৯, ২০২৪
ইরানের ইসপাহান বিমানবন্দরের কাছে ক্ষেপনাস্ত্র হামলা ইজরায়েলের

ইরানের ক্ষেপনাস্ত্র হামলার পর এবার পাল্টা আক্রমণ ইজরায়েলের। বৃহস্পতিবার রাতে ইরানের ইসপাহান শহরের বিমানবন্দরে একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। পরে এবিজি নিউজ এক মার্কিন কর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ইজরায়েলের ক্ষেপনাস্ত্র হামলার জন্যই ইসপাহান বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ইরানের আকাশসীমায় বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
১ এপ্রিল সিরিয়ার দামাস্কাসে ইরানি দূতাবাসে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইজরাইল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্তা নিহত হন। জবাবে ১৩ এপ্রিল শনিবার রাতে ইজরাইলের ওপর পাল্টা হামলা চালায় ইরান। প্রায় ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর। তখনই ইজরায়েল জানিয়ে দিয়েছিল, ইরানের ওপর প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ নেওয়ার জন্যই ইরানে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে ইজরায়েল।
ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, বিস্ফোরণটি ইসফাহান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ঘটেছে। ইজরালেয়ের হামলার জন্য ইসফাহান প্রদেশকে বেছে নেওয়ার কারণ, এখানেই দেশের অন্যতম বড় বিমানঘাঁটি অবস্থিত। এছাড়া একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপন কেন্দ্রও রয়েছে।
ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছিল, ইজরাইলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করতে হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইজরায়েল পাল্টা হামলা চালালে তার পরিণতি ভাল হবে না। এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইজরাইলকে আহ্বান জানিয়েছিল আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা মিত্ররাও। ইজরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
❤ Support Us