- Uncategorized দে । শ
- মে ১৪, ২০২২
সুজিত বসুর সুদৃঢ় অঙ্গীকার

দমকল মন্ত্রী সুজিত বসু অত্যন্ত পরিশ্রমী আর কর্মনিষ্ঠ বলে পরিচিত। গণসংযোগ, জনদরদ আর সংস্কৃতি প্রেমে তিনিই তাঁর প্রতিদ্বন্দ্বী। ভোটের সময় নয় শুধু, নানা রকম কর্মসূচি নিয়েই তাঁর দিনযাপন।মাটি আর মানুষ ছুঁয়ে তাঁর রাজনৈতিক উত্থান।অভিজ্ঞতার ব্যাপ্তিতে তাঁর রাজনীতি আর সমাজকর্ম সংহত, একে অন্যের সঙ্গে যুক্ত। যখন যে মন্ত্রিত্ব পেয়েছেন, সেখানেই সাফল্য। তাঁর দায়িত্ববোধ আর সমাজকল্যাণের নিকটতম সাক্ষী এই মুহূর্তে দমকল দফতর, অগ্নি নির্বাপন সচেতনতা ও ব্যবস্থাপনা স্বচ্ছ আর মসৃণ করে তুলতে শুক্রবার যে অঙ্গীকার ঘোষণা করেছেন তিনি, জাগাতে চেয়েছেন সুদৃঢ় প্রত্যয়- তা দমকল কর্মীদের প্রাণিত করবে। ওই দিনের সভায় স্বউৎসাহে যোগ দেন বিভাগীয় আধিকারিক ও কর্মীরা। বিশ্বমেলা প্রাঙ্গনে।
❤ Support Us