Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৪, ২০২৫

হিঙ্গলগঞ্জে হইচই, মৎস্যজীবীর জালে বিশাল শংকর মাছ !‌

আরম্ভ ওয়েব ডেস্ক
হিঙ্গলগঞ্জে হইচই, মৎস্যজীবীর জালে বিশাল শংকর মাছ !‌

জাল টেনে তুলতে গিয়ে নাকাল মৎস্যদজীবী প্রদীপ হালদার। কদিন আগেই ইছামতীর চরে কুমির দেখা গিয়েছিল। প্রদীপ ভাবলেন হয়ত সেই কুমির তাঁর জালে আটকেছে। লোকজন ডেকে জাল টেনে তুলে দেখলেন বিশাল আকৃতি শংকর মাছ আটকেছে তাঁর জালে। এলাকায় এই মাছ চাকুর মাছ নামে পরিচিত। এর আগে এধরনের ছোট আকারের মাছ দেখা গেছে বটে, কিন্তু এত বড় মাছ এই প্রথম কারো জালে উঠল।

মাছ দেখতে ভিড় উপচে পড়ল হিঙ্গলগঞ্জের বাঁকড়া মাছের আড়তে। হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। ভারতীয় সীমানায় সুন্দরবন লাগোয়া ইছামতী নদীতে এদিন মৎস্যজীবী প্রদীপ হালদারের পাতা জালে ওঠে দানব আকৃতির শংকর মাছ। মাছের আকার দেখে প্রথমে ভয় পেয়ে যান প্রদীপ। পরে লোকজন ডেকে বিশালাকৃতির মাছটি ইঞ্জিনভ্যানে চাপিয়ে বাঁকড়া মাছের আড়তে নিয়ে আসেন প্রদীপ। মাছ দেখতে আড়তে ভিড় জমে যায়। মাছটির ওজন প্রায় ১৫০ কিলো। নিলামে দাম ওঠে ৫৫ হাজার ৬৬০ টাকা। মৎস্যজীবী প্রদীপ হালদার বলেন, ছোট বেলা থেকে মাছ ধরার কাজ করছি। এ তল্লাটে এত বড় মাছ কোন দিন দেখিনি। তিনি বলেন, জাল টানতে গিয়ে দেখি প্রচন্ড ভারি। পরে ওই বিশাল মাছ দেখে ভয় পেয়ে যাই। সুন্দরবন এলাকার মানুষ এই মাছকে চাকুর মাছ বলে। আদতে এটি শংকর মাছ। এতবড় মাছ দেখে আড়তে ভিড় জমে যায়। বাজারে এই মাছ লাখ টাকার ওপর বিক্রি হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!